Making Mineral Water at Home: দোকান থেকে কিনবেন কেন? খুব সহজে সামান্য উপকরণে বাড়িতেই বানান মিনারেল ওয়াটার

Last Updated:
Making Mineral Water at Home: শুধু শুধু বোতলবন্দি জল কিনে টাকা নষ্ট করবেন না৷ বাড়িতেও বানানো যায় মিনারেল ওয়াটার
1/8
 বর্ষায় বাড়ে জল থেকে পেটের রোগ-সহ নানা সমস্যা৷ বাড়িতে আমরা নানারকম সতর্কতা নিই৷
বর্ষায় বাড়ে জল থেকে পেটের রোগ-সহ নানা সমস্যা৷ বাড়িতে আমরা নানারকম সতর্কতা নিই৷
advertisement
2/8
বেড়াতে গেলে বা অন্য সময়েও আমাদের সেরা অপশন হয়ে দাঁড়ায় মিনারেল ওয়াটার৷ শুধু শুধু বোতলবন্দি জল কিনে টাকা নষ্ট করবেন না৷ বাড়িতেও বানানো যায় মিনারেল ওয়াটার৷
বেড়াতে গেলে বা অন্য সময়েও আমাদের সেরা অপশন হয়ে দাঁড়ায় মিনারেল ওয়াটার৷ শুধু শুধু বোতলবন্দি জল কিনে টাকা নষ্ট করবেন না৷ বাড়িতেও বানানো যায় মিনারেল ওয়াটার৷
advertisement
3/8
বাড়িতে মিনারেল ওয়াটার তৈরির জন্য প্রথমে পরিষ্কার পাত্র নিন৷ দেখবেন তাতে যেন কোনও ময়লা না থাকে৷
বাড়িতে মিনারেল ওয়াটার তৈরির জন্য প্রথমে পরিষ্কার পাত্র নিন৷ দেখবেন তাতে যেন কোনও ময়লা না থাকে৷
advertisement
4/8
এ বার ওই পাত্রে ১ লিটার ফিল্টারের জল নিন৷ তাতে মেশান ১/৮ চামচ বেকিং সোডা৷
এ বার ওই পাত্রে ১ লিটার ফিল্টারের জল নিন৷ তাতে মেশান ১/৮ চামচ বেকিং সোডা৷
advertisement
5/8
এর পরবর্তী ধাপগুলিতে দিন ১/৮ চামচ এপসম সল্ট, ১/৮ চামচ পটাশিয়াম বাইকার্বনেট৷
এর পরবর্তী ধাপগুলিতে দিন ১/৮ চামচ এপসম সল্ট, ১/৮ চামচ পটাশিয়াম বাইকার্বনেট৷
advertisement
6/8
উপকরণগুলি খুব ভাল করে জলে মিশিয়ে নিলেই আপনার মিনারেল ওয়াটার তৈরি।
উপকরণগুলি খুব ভাল করে জলে মিশিয়ে নিলেই আপনার মিনারেল ওয়াটার তৈরি।
advertisement
7/8
এ বার দোকান থেকে কিনতে হবে না। বাড়িতে যখন খুশি তৈরি করতে পারবেন মিনারেল ওয়াটার।
এ বার দোকান থেকে কিনতে হবে না। বাড়িতে যখন খুশি তৈরি করতে পারবেন মিনারেল ওয়াটার।
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement