Migraine Pain Problem: আচমকা ব্যথায় মাথা ঘুরছে? আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে এই ব্যথা, অবশ্যই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Migraine Pain Problem: মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যার কারণ একটাই৷ নতুন একটি গবেষণায় এই তথ্যটি সামনে এসেছে৷
advertisement
advertisement
মাথাব্যথা এবং মাইগ্রেনের সমস্যার কারণ একটাই৷ নতুন একটি গবেষণায় এই তথ্যটি সামনে এসেছে৷ অনেকে এই সমস্যায় ভোগেন৷ অনেক সময় বুঝতে পারেন না কোন কারণে মাথাব্যথা ও মাইগ্রেন হচ্ছে৷ তবে এই গবেষণায় অনেকের উপকার হবে৷ কেন হয় এই ব্যথা? ঘাড়ের পেশিতে জ্বালা বা ফুলে যাওয়ায় মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা মোকাবেলা করতে হয়।
advertisement
advertisement
advertisement
জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল উলম এবং ইউনিভার্সিটি হসপিটাল রেখট ডাঃ নিকো সোলম্যান ব্যাখ্যা করেছেন যে এর অর্থ হল যে যদি মাথাব্যথা বা মাইগ্রেন থাকে তবে ঘাড়ের পেশিগুলির সংকোচন সংশোধন করে মাথাব্যথা লক্ষ্য করা যেতে পারে। যদিও এই বিষয়ে আরও গবেষণা করা দরকার, কাঁধ বা ঘাড়ে ম্যাসাজও কাঁধ ফোলার কমতে পারে।
advertisement
ডঃ নিকো সোলম্যান আরও বলেছেন যে ঘাড়ের পেশিতে যত বেশি টান পড়বে, একজন ব্যক্তি তত বেশি মাথাব্যথা এবং মাইগ্রেন অনুভব করবেন। অর্থাৎ প্রদাহ সরাসরি মাইগ্রেন এবং মাথাব্যথার সঙ্গে সম্পর্কিত। তিনি বলেন, এমআরআই পরিষ্কারভাবে দেখায় যে মাথাব্যথার কারণে কাঁধে ব্যথা হয় না, তবে কাঁধের পেশিতে প্রদাহ হলে মাথাব্যথা হয়।
advertisement
advertisement
advertisement