Menstrual pain: পেটে অসহ্য যন্ত্রণা হয় ঋতুস্রাবের সময়ে? কী কী খেলে ব্যথা দূর হবে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Menstrual pain:সাময়িক ভাবে ব্যথা কমলেও পেন কিলার খেয়ে শরীরের অন্যান্য ক্ষতি হতে পারে। তাই জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ঋতুস্রাব চলাকালীন পেটে ব্য়থা কমাবেন।
ঋতুস্রাব চলাকালীন মহিলাদের বহু সমস্যার মুখে পড়তে হয়। মাসের ওই কটা দিনমেজাজেও নানা করম ওঠাপড়া লেগেই থাকে। এছাড়া এই সময়ে অনেক মহিলাই অসহ্য পেটে ও কোমরে ব্যথা, ক্লান্তি এসব সমস্যার মুখে পড়েন। পেটে ব্যথা থেকে মুক্তি পেতে অনেকে পেন কিলার খেয়ে নেন। কিন্তু কথায় কথায় এই ধরনের ওষুধ খেলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সাময়িক ভাবে ব্যথা কমলেও পেন কিলার খেয়ে শরীরের অন্যান্য ক্ষতি হতে পারে। তাই জেনে নেওয়া যাক ঘরোয়া উপায়ে কীভাবে ঋতুস্রাব চলাকালীন পেটে ব্য়থা কমাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement