আজ,২৮ মে ঋতুস্রাব স্বাস্থ্য দিবস (Menstrual Hygiene Day)। এখনও অধিকাংশ পরিবারের মেয়েরা ঋতুস্রাবের বিষয়ে পরিবারের পুরুষ সদস্যদের সঙ্গে আলোচনা করতে তাঁরা মোটেই স্বচ্ছন্দ নন৷ আজকাল অনেকেই পিরিয়ডের সময় একাধিক আনুষঙ্গিক সমস্যায় ভোগেন। আর বেশির ভাগ মেয়ের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, তা হল তলপেটের ব্যথা। অসঝ্য যন্ত্রণা থেকে রেহাই পেতে চিকিৎসকরা অনেক সময় পেন কিলার খাওয়ার পরামর্শ দেন। সব সময় ওষুধ না খেয়ে লাইফ স্টাইল পরিবর্তনের ওপর জোর দিলেও এই ব্যথার মধ্যেও খুশি থাকতে পারবেন। কীভাবে জেনে নিন...
সময়মতো স্যানিটারি প্যাড পরিবর্তন করা খুব গুরুত্বপূর্ণ। এই কাজে গড়িমসি করলে যোনি সংক্রমণ থেকে শুরু করে মূত্রনালিতে সংক্রমণ, ব়্যাশের মতো সমস্যায় ভুগতে পারেন। বিশেষজ্ঞ দের মতে, অন্তত ৫ থেকে ৬ ঘণ্টা পর পর স্যানিটারি ন্যাপকিন বদলে ফেলুন। আপনি যদি মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করেন তাহলে প্রতি ১০ থেকে ১২ ঘন্তায় বদলান।