Medicinal Plant: ভিটামিন-অ্যান্টিঅক্সিড্যান্টে ভরা শীতের এই ফুল, দাদ-খোসপাচড়া গায়েব করে নিমেষে,বন্ধ হয় চুল পড়া, খুশকি

Last Updated:
Marigold Flower Health Benefits: শীতের ৩ মাস মেলে এই ফুল, ভিটামিন এ, ভিটামিন বি ও মিনারেলের খনি
1/5
গাঁদা ফুল ছাড়া পুজো ভাবাই যায় না। জানেন কি, গাঁদা ফুল ত্বকের একাধিক সমস্যা দূর করতেও ওস্তাদ। এছাড়াও নানা রোগের বিরুদ্ধে লড়াই করে এই ফুল।
গাঁদা ফুল ছাড়া পুজো ভাবাই যায় না। জানেন কি, গাঁদা ফুল ত্বকের একাধিক সমস্যা দূর করতেও ওস্তাদ। এছাড়াও নানা রোগের বিরুদ্ধে লড়াই করে এই ফুল।
advertisement
2/5
ডাঃ অতনু রায় বলেন, গাঁদা ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ও মিনারেল। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীর সুস্থ রাখে
ডাঃ অতনু রায় বলেন, গাঁদা ফুলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ও মিনারেল। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীর সুস্থ রাখে
advertisement
3/5
খুশকির সমস্যা দূর করতে এক্সপার্ট গাঁদা ফুল। এই ফুল থেঁতো করে মাথায় লাগালে চুল পড়া এবং খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও চুল পড়ার সমস্যা মেটায় গাঁদা ফুল।
খুশকির সমস্যা দূর করতে এক্সপার্ট গাঁদা ফুল। এই ফুল থেঁতো করে মাথায় লাগালে চুল পড়া এবং খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এছাড়াও চুল পড়ার সমস্যা মেটায় গাঁদা ফুল।
advertisement
4/5
দাদ, খোসপাঁচড়ার সমস্যা দূর করতেও গাঁদা ফুল কার্যকরী। প্রথমে গাঁদা ফুল পিষে নিন। তার পর থেঁতো করা সেই অংশটা দাদা, খোসপাঁচড়া যেখানে হয়েছে, সেখানে লাগান।
দাদ, খোসপাঁচড়ার সমস্যা দূর করতেও গাঁদা ফুল কার্যকরী। প্রথমে গাঁদা ফুল পিষে নিন। তার পর থেঁতো করা সেই অংশটা দাদা, খোসপাঁচড়া যেখানে হয়েছে, সেখানে লাগান।
advertisement
5/5
শুধু ফুল নয়, গাঁদা পাতার-ও বিশাল গুণ। গাঁদা পাতার রস ক্ষতে লাগালে রক্তপাত বন্ধ হয়।
শুধু ফুল নয়, গাঁদা পাতার-ও বিশাল গুণ। গাঁদা পাতার রস ক্ষতে লাগালে রক্তপাত বন্ধ হয়।
advertisement
advertisement
advertisement