Matarshunti or Green Peas Benefits: কোষ্ঠকাঠিন্যের ছুটি! ক্যালসিয়ামের ভান্ডার! রাতারাতি ছিপছিপে রোগা! এভাবে খান মটরশুঁটি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
ওজন কমাতে চাইলে এই শীতে প্রত্যেকদিন খান মটরশুঁটি
এই শীতের মৌসুমে বাজার গেলেই সবুজ সবুজ মটরশুঁটি দেখতে পাওয়া যায়।প্রতিটি মটরশুঁটির মধ্যে বেশ কয়েকটি গোলাকার বীজ থাকে।এটি মূলত সবজি হিসেবে রান্নায় ব্যবহৃত হলেও এটি এক প্রকারের ফল। শুকনা মটরশুঁটি ছিলে, ভেঙে, দ্বিখণ্ডিত করে মটরডাল তৈরি করা হয়। আর এই সবুজ মটর শুটির মধ্যে রয়েছে হাজার গুণ এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট ডাক্তার সৌরভ ত্রিপাঠী।
advertisement
মটরশুঁটিতে রয়েছে প্রচুর ফাইবার। এছাড়া পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ই, কে, ফলিক এসিড, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেশিয়াম।
advertisement
প্রচুর পরিমাণে ফাইবার থাকায় মটরশুটি কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে। এক কাপ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে।
advertisement
মটর সেবন আপনার হজম স্বাস্থ্য ঠিক রাখে এবং আপনার দৃষ্টিশক্তিও বৃদ্ধি পায়। এর পাশাপাশি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মটর চমৎকার খাদ্য।
advertisement