Male Fertility : শুক্রাশয় সঙ্কুচিত হয়ে পুরুষত্বহীনতা! পুরুষদের বন্ধ্যাত্বর কারণ ও প্রতিকার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Male Fertility : পুরুষ বন্ধ্যাত্বও সমানভাবে দায়ী সন্তানহীনতার ক্ষেত্রে ৷ ফলে পুরুষদের যৌনস্বাস্থ্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷
পুরুষদের বন্ধ্যাত্ব আজও আমাদের সমাজে চরম লুকোচুরির বিষয় ৷ পরিবার পরিকল্পনার সময় সমস্যা দেখা দিলে মেয়েরা চিকিৎসকের কাছে যত সহজে যান, পুরুষরা তত সহজে চিকিৎসকের কাছে যেতে চান না ৷ কিন্তু আমাদের জানা দরকার, পুরুষ বন্ধ্যাত্বও সমানভাবে দায়ী সন্তানহীনতার ক্ষেত্রে ৷ ফলে পুরুষদের যৌনস্বাস্থ্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ ৷
advertisement
একাধিক কারণে পুরুষদের মধ্যে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে ৷ লো স্পার্ম কাউন্ট, অসুস্থতা, জীবনযাপন-সহ নানা কারণে এই সমস্যা হতে পারে ৷ ইজ্যাকুলেটরি অবস্ট্রাকশনের মতো সমস্যার শিকার হতে পারেন পুরুষরা ৷ আছে বিরল সমস্যা ‘অ্যাজুরস্পার্মিয়া’-ও ৷ এই পরিস্থিতিতে সিমেনে কোনও স্পার্মের অস্তিত্ব পাওয়া যায় না ৷
advertisement
advertisement
advertisement