Makeup Tips: বসন্ত এসে গেছে! এই সময় মেক-আপ করুন এই নিয়মে! গোটা দিন নষ্ট হবে না মেক-আপ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Makeup Tips: শীত প্রায় শেষ! কিছুদিন পরেই গরম পড়বে! এই সময়ে কীভাবে মেক-আপ করলে সারাদিন ঠিক থাকবে মেক-আপ? জানুন বিশেষ কৌশল
শীত তো চলেই যেতে শুরু করেছে। এই সময়টিতে কখনও ঠান্ডা কখনও গরম লাগার মতো অবস্থা! এই সময়টাতে ত্বক কিন্তু শীতের মতোই রুক্ষ থাকে। তার উপর অফিস, একটু সাজগোজ না করলেও যেন ভাল লাগে না। মনে হয় দিনটাই কেমন যেন বোরিং। এছাড়াও অফিসে হঠাৎ করে বিভিন্ন কনফারেন্স অথবা লাস্ট মিনিটের মিটিংগুলো অ্যাটেন্ড করতে হয়। তাই উপযুক্ত এবং পেশাদারী সাজগোজ করাটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
মেক-আপের পূর্বে ত্বক ময়েশ্চারাইজ করা অতি আবশ্যক শুধুমাত্র শীতেই নয় বরং সবসময়। এই সময়টিতে খুব সাধারণ একটি সমস্যা হল ত্বকের শুষ্কতা। তাই মেকআপ করার আগে আমাদের ভালো কোন ময়েশ্চারাইজার অথবা ফেশিয়াল অয়েল ব্যবহার করতে হবে। যারা খুব লাইট ময়েশ্চারাইজার চান এবং তৈলাক্ত ত্বকের অধিকারিরাও আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। ময়েশ্চারাইজার ব্যবহারের পর সবশেষে সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
advertisement
মেক-আপ দীর্ঘস্থায়ী করার অন্যতম উপাদান হল প্রাইমার। প্রাইমার শুধুমাত্র মেক-আপকে দীর্ঘস্থায়ী করে না এটি ফ্ললেস মেক-আপ করতেও সাহায্য করে। এরপর চোখের নীচে ব্যবহার করবেন কনসিলার এবং চেষ্টা করবেন স্কিন কালার থেকে একটু লাইট শেডের কনসিলার ব্যবহার করার।এই সময়টিতে সেমি ম্যাট প্রসাধনী স্কিনে ব্যবহার করাটাই উত্তম।
advertisement
শীতে ডিপ পিঙ্ক অথবা পীচ কালারের ব্লাশার ব্যবহার করবেন। চেষ্টা করবেন ক্রিমি ব্লাশ ব্যবহার করার। ব্রোঞ্জার ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখবেন ব্রোঞ্জারের শেডটা যেন বেশি ডার্ক না হয়। বর্তমানে হাইলাইটার সবার কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু অফিস মেকআপের সময় অতিরিক্ত হাইলাইটার ব্যবহার করবেন না। শুধুমাত্র নাকের উপরে হালকা করে হাইলাইটার দিবেন এরপর ফেইস মিষ্ট দিয়ে ফেইস মেকাপ শেষ করবেন।
advertisement