শুষ্ক ত্বক থেকে মুক্তি চাই? হেঁসেলের এই কয়েকটি জিনিসেই আরাম! কিনতে হবে না ক্রিমও

Last Updated:
বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বিশেষ ধরনের তেল। যেটি মাখলে এক নয় একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং উপকার অঢেল। প্রয়োজন আপনার রান্নাঘরের অল্প কয়েকটি উপাদান।
1/10
সারা বছরই ড্রাই স্কিনের যন্ত্রণায় ভোগেন। শীতকালে তো সেই যন্ত্রণা অসহ্য হয়ে উঠবেই। এদিকে বিভিন্ন সংস্থার ময়শ্চারাইজারে বাড়ি ভর্তি। কোনও কিছুতেই লাভ হয় না।
সারা বছরই ড্রাই স্কিনের যন্ত্রণায় ভোগেন। শীতকালে তো সেই যন্ত্রণা অসহ্য হয়ে উঠবেই। এদিকে বিভিন্ন সংস্থার ময়শ্চারাইজারে বাড়ি ভর্তি। কোনও কিছুতেই লাভ হয় না।
advertisement
2/10
খানিকক্ষণ পর থেকে আবারও ত্বক টানতে থাকে। ড্রাই স্কিন বা শুকনো খটখটে ত্বকের জ্বালা পিছু ছাড়ে না। অনেকে আবার বিশুদ্ধ নারকেল তেল বা সর্ষের তেল মাখেন। কিন্তু তাতেও ত্বকে আরাম পান না। তাই সকলের জন্য রইল একদম ঘরোয়া একটি টোটকা।
খানিকক্ষণ পর থেকে আবারও ত্বক টানতে থাকে। ড্রাই স্কিন বা শুকনো খটখটে ত্বকের জ্বালা পিছু ছাড়ে না। অনেকে আবার বিশুদ্ধ নারকেল তেল বা সর্ষের তেল মাখেন। কিন্তু তাতেও ত্বকে আরাম পান না। তাই সকলের জন্য রইল একদম ঘরোয়া একটি টোটকা।
advertisement
3/10
বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বিশেষ ধরনের তেল। যেটি মাখলে এক নয় একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং উপকার অঢেল। প্রয়োজন আপনার রান্নাঘরের অল্প কয়েকটি উপাদান।
বাড়িতে বানিয়ে নিতে পারেন এই বিশেষ ধরনের তেল। যেটি মাখলে এক নয় একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং উপকার অঢেল। প্রয়োজন আপনার রান্নাঘরের অল্প কয়েকটি উপাদান।
advertisement
4/10
advertisement
5/10
ঠান্ডা হওয়ার পর একটি বড় আকারের কাচের শিশি নিন। তার মুখে সাদা কাপড় মেলে দিন। এর পর সেই কাপড়টির উপর দিয়ে কাঁচা হলুদ, রসুন, কালো জিরে শুদ্ধ সেই তেল ঢেলে ফেলুন।
ঠান্ডা হওয়ার পর একটি বড় আকারের কাচের শিশি নিন। তার মুখে সাদা কাপড় মেলে দিন। এর পর সেই কাপড়টির উপর দিয়ে কাঁচা হলুদ, রসুন, কালো জিরে শুদ্ধ সেই তেল ঢেলে ফেলুন।
advertisement
6/10
সাদা কাপড়ে যে কালো জিরে, কাঁচা হলুদ আর রসুনের অংশ পড়ে থাকবে, সেটিকে ভাল করে বেঁধে নিয়ে, তা তেলের উপরেই চিপে নিন। তাতে নির্যাসটুকু নষ্ট হবে না।
সাদা কাপড়ে যে কালো জিরে, কাঁচা হলুদ আর রসুনের অংশ পড়ে থাকবে, সেটিকে ভাল করে বেঁধে নিয়ে, তা তেলের উপরেই চিপে নিন। তাতে নির্যাসটুকু নষ্ট হবে না।
advertisement
7/10
এবারে সেই তেলের শিশিটি বাড়ির এমন জায়গায় রেখে দিন, যেখানে ভাল রোদ পড়ে। নাহলে এই তেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবারে সেই তেলের শিশিটি বাড়ির এমন জায়গায় রেখে দিন, যেখানে ভাল রোদ পড়ে। নাহলে এই তেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
8/10
সপ্তাহে অন্তত তিন দিন স্নানের প্রায় আধ ঘণ্টা আগে এই তেল সারা শরীরে মেখে নিন। তার পর স্নান করুন গরম জলে।
সপ্তাহে অন্তত তিন দিন স্নানের প্রায় আধ ঘণ্টা আগে এই তেল সারা শরীরে মেখে নিন। তার পর স্নান করুন গরম জলে।
advertisement
9/10
সম্ভব হলে সেই দিন স্নানের সময় সাবান মাখবেন না। তাতে ত্বকে ওই তেলের রেশ থেকে যাবে। আর শুষ্ক ত্বক থেকে রেহাই পাবেন। ত্বক থাকবে আর্দ্র।
সম্ভব হলে সেই দিন স্নানের সময় সাবান মাখবেন না। তাতে ত্বকে ওই তেলের রেশ থেকে যাবে। আর শুষ্ক ত্বক থেকে রেহাই পাবেন। ত্বক থাকবে আর্দ্র।
advertisement
10/10
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement