Makar Sankranti Desserts: মকর সংক্রান্তিতে হইচই! কেক-পেস্ট্রির সঙ্গে সুগন্ধি খাঁটি নলেন গুড়ের অতুলনীয় মেলবন্ধন, চেখে দেখতে গেলে যেতেই হবে শহরের এই বেকারিতে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Makar Sankranti Special Dessert Edition from 7th Heaven: পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি থাকছে সেই তালিকায়। আর পিঠেপুলি ও টাটকা নলেন গুড়ের সুবাসে যেন ম ম করছে চারপাশ। তবে মকর সংক্রান্তি উপলক্ষে নিজেদের মেন্যুতে এক অভিনবত্ব এনেছে 7th Heaven কলকাতা বেকারি।
সারা দেশ জুড়ে মহাসাড়ম্বরে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই তো পিঠে-পার্বণ। ঘরে ঘরে তৈরি হচ্ছে নানা ধরনের পিঠে। পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি থাকছে সেই তালিকায়। আর পিঠেপুলি ও টাটকা নলেন গুড়ের সুবাসে যেন ম ম করছে চারপাশ। তবে মকর সংক্রান্তি উপলক্ষে নিজেদের মেন্যুতে এক অভিনবত্ব এনেছে 7th Heaven কলকাতা বেকারি। তারা এনেছে মকর সংক্রান্তি স্পেশ্যাল ডেজার্ট এডিশন। এর জন্য কলকাতার ওই বেকারি হাত মিলিয়েছে একজিকিউটিভ পেস্ট্রি শ্যেফ সৌমেন্দুর সঙ্গে।
advertisement
advertisement
নলেন গুড় টি-কেক উইথ জিঞ্জারব্রেড আইসক্রিম: উষ্ণতা আর শীতলতার এক অভাবনীয় মিশেল। নরম ফ্লেভারে ভরা এই টি-কেকের সঙ্গে নলেন গুড়ের এক অপূর্ব মেলবন্ধন ঘটানো হয়েছে। এখানেই শেষ নয়, এই টি-কেকের সঙ্গে পরিবেশন করা হবে মশলাদার জিঞ্জারব্রেড ভ্যানিলা আইসক্রিম। এর উপরে ছড়িয়ে দেওয়া হবে সকলের প্রিয় নলেন গুড়। এই ডেজার্টে আসলে পরম্পরার সঙ্গে পার্বণের স্বাদের মেলবন্ধন করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement