Madhabilata Plant Care Tips: মধুমালতী বা মাধবীলতা-যে নামেই ডাকুন, এই ৩ টি জিনিস দিলেই ছেয়ে যাবে ফুলে! দেখা যাবে না পাতা

Last Updated:
Madhabilata Plant Care Tips: মধুমালতী, মধুমঞ্জরী, মাধবীলতা, মালতীলতা বা মাধুরীলতা-একাধিক নামে ডাকা হয় এই লতানে গাছকে। বসন্ত থেকে শর‍‍তকাল পর্যন্ত এই ফুলের রূপ ও গন্ধে ভরে থাকে আপনার বাগান। কিছু টিপস মেনে এই গাছের যত্ন করলে যেকোনও মাটিতেই এই লতানে গাছ উপচে ফুল আসবে। সেগুলি জেনে নিন।
1/7
মধুমালতী, মধুমঞ্জরী, মাধবীলতা, মালতীলতা বা মাধুরীলতা-একাধিক নামে ডাকা হয় এই লতানে গাছকে। বসন্ত থেকে শর‍‍তকাল পর্যন্ত এই ফুলের রূপ ও গন্ধে ভরে থাকে আপনার বাগান।
মধুমালতী, মধুমঞ্জরী, মাধবীলতা, মালতীলতা বা মাধুরীলতা-একাধিক নামে ডাকা হয় এই লতানে গাছকে। বসন্ত থেকে শর‍‍তকাল পর্যন্ত এই ফুলের রূপ ও গন্ধে ভরে থাকে আপনার বাগান।
advertisement
2/7
জমি বা টব-যে কোনও জায়গাতেই এই ফুলের গাছ হয়। ছোট ছোট সাদা গোলাপি ফুল ফোটে মূলত সন্ধ্যাবেলা। যেমন তার রূপ, তেমনই গন্ধ।
জমি বা টব-যে কোনও জায়গাতেই এই ফুলের গাছ হয়। ছোট ছোট সাদা গোলাপি ফুল ফোটে মূলত সন্ধ্যাবেলা। যেমন তার রূপ, তেমনই গন্ধ।
advertisement
3/7
কিছু টিপস মেনে এই গাছের যত্ন করলে যেকোনও মাটিতেই এই লতানে গাছ উপচে ফুল আসবে। সেগুলি জেনে নিন।
কিছু টিপস মেনে এই গাছের যত্ন করলে যেকোনও মাটিতেই এই লতানে গাছ উপচে ফুল আসবে। সেগুলি জেনে নিন।
advertisement
4/7
সামান্য জলে লাল পটাশ মিশিয়ে তরল সার হিসেবে গাছে স্প্রে করুন। দিয়ে দিন গোড়াতেও। তাহলে গাছের বৃদ্ধির পাশাপাশি ফুলও হবে প্রচুর।
সামান্য জলে লাল পটাশ মিশিয়ে তরল সার হিসেবে গাছে স্প্রে করুন। দিয়ে দিন গোড়াতেও। তাহলে গাছের বৃদ্ধির পাশাপাশি ফুলও হবে প্রচুর।
advertisement
5/7
রাসায়নিক সার দিতে না চাইলে গাছের গোড়ায় দিন কলার খোসা ভেজানো জল। ভাল করে ছেঁকে নিয়ে পাতলা করে ব্যবহার করুন সপ্তােহ দু’দিন।
রাসায়নিক সার দিতে না চাইলে গাছের গোড়ায় দিন কলার খোসা ভেজানো জল। ভাল করে ছেঁকে নিয়ে পাতলা করে ব্যবহার করুন সপ্তােহ দু’দিন।
advertisement
6/7
সর্ষের খোল ভিজিয়ে রাখুন ৫ দিন। ১ লিটার এই মিশ্রণের সঙ্গে মেশান ১ লিটার ভাতের ফ্যান। তার সঙ্গে আরও ৮ লিটার জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে গাছের গোড়ায় দিন।
সর্ষের খোল ভিজিয়ে রাখুন ৫ দিন। ১ লিটার এই মিশ্রণের সঙ্গে মেশান ১ লিটার ভাতের ফ্যান। তার সঙ্গে আরও ৮ লিটার জল মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করে গাছের গোড়ায় দিন।
advertisement
7/7
এভাবে যত্ন নিলেই মধুমালতী বা মাধবীলতা বা মালতীলতা গাছের পাতা দেখা যাবে না। ফুলে ছেয়ে যাবে। তার পর আপনার মাধবীলতা দুলবে নিজের আবেশেই।
এভাবে যত্ন নিলেই মধুমালতী বা মাধবীলতা বা মালতীলতা গাছের পাতা দেখা যাবে না। ফুলে ছেয়ে যাবে। তার পর আপনার মাধবীলতা দুলবে নিজের আবেশেই।
advertisement
advertisement
advertisement