Lung Cancer Symptoms: যে উপসর্গগুলো আমরা 'সাধারণ শরীর খারাপ' বলে এড়িয়ে যাই, অথচ সেগুলোই হতে পারে ফুসফুসের ক্যানসারের লক্ষণ, যা বলছেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ক্যানসারকে হারানোর প্রথম শর্তই হল সঠিক সময়ে ক্যানসার শনাক্ত করা। যত তাড়াতাড়ি ক্যানসারের উপসর্গ ধরা পড়বে, চিকিৎসায় ততটাই সাফল্য মেলার সম্ভাবনা থাকে। ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে চিকিৎসা কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিন্তু সমস্যা হল, মানুষ বেশিরভাগ সময়েই ক্যানসারের উপসর্গ ধরতে পারেন না, সাধারণ শরীর খারাপ ভেবে এড়িয়ে যান
কর্কট রোগ অনেক ধরনের হয় এবং প্রতিটি আলাদা আলাদাভাবে শরীরের বিভিন্ন অংশে আক্রমণ করে। প্রতিটি ক্যানসারের উপসর্গও ভিন্ন। ইদানীং তরুণরাও এই ভয়ঙ্কর রোগের শিকার হচ্ছেন। মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর তথ্য বলছে, ক্যানসার আক্রান্ত রোগীদের সংখ্যায় বিশ্বে তিন নম্বর জায়গায় রয়েছে ভারত। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা বলছে, প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়।
advertisement
ক্যানসারকে হারানোর প্রথম শর্তই হল সঠিক সময়ে ক্যানসার শনাক্ত করা। যত তাড়াতাড়ি ক্যানসারের উপসর্গ ধরা পড়বে, চিকিৎসায় ততটাই সাফল্য মেলার সম্ভাবনা থাকে। ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে চিকিৎসা কার্যকর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিন্তু সমস্যা হল, মানুষ বেশিরভাগ সময়েই ক্যানসারের উপসর্গ ধরতে পারেন না, সাধারণ শরীর খারাপ ভেবে এড়িয়ে যান।
advertisement
যেমন ধরুন কাশি। বেশিরভাগেই ধরে নেন, অ্যালার্জি, ঠান্ডা লাগা বা ঋতু পরিবর্তনের কারণে কাশি হচ্ছে। কিন্তু যদি সপ্তাহের পর সপ্তাহ ধরে লাগাতার কাশতে থাকেন, বা ধীরে ধীরে কাশি বাড়তে থাকে,তবে সাবধান। এটি কিন্তু ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। ফর্টিস হাসপাতাল-এর কনসালট্যান্ট পালমোনোলজিস্ট ডাঃ মিহির গাঙ্গাখেডকার এমন আরও কয়েকটি উপসর্গের কথা জানান, যা কমবেশি সবাই-ই সাধারণ শরীর খারাপ বলে এড়িয়ে যান, কিন্তু সেগুলি ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে--
advertisement
advertisement
advertisement
advertisement
