Low Stimulation IVF: হবু মায়েদের কষ্ট কমাতে লো স্টিমুলেশন আইভিএফ কতটা কার্যকর? জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Low Stimulation IVF: লো স্টিমুলেশন আইভিএফ-এ কী সত্যিই কাজ হয়? নাকি সবটাই বৃথা! জানাচ্ছেন চিকিৎসক
অনেক অনেক ওষুধ আর সেই সঙ্গে কোমরে-পেটে একের পর এক হরমোন ইঞ্জেকশন। সন্তানের আশায় চিকিৎসা করাতে আসা বহু মহিলাকেই এই যন্ত্রণা ভোগ করে যেতে হয় অনির্দিষ্টকাল। অনেকেই দাঁতে দাঁত চেপে সহ্য করে যান । অনেকে আবার না-পেরে মাঝপথেই ছেড়ে দেন। কেউ কেউ আবার অতিরিক্ত হরমোন প্রয়োগে অসুস্থ হয়ে পড়েন। photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement
লাইট আইভিএফের কথা বলতে গিয়ে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ প্রসেনজিৎ কুমার রায় জানিয়েছেন, প্রচলিত আইভিএফ-এ অনেক ওষুধ ও প্রচুর ইস্ট্রোজেন হরমোন ইঞ্জেকশন প্রয়োগ করে মেয়েদের ডিম্বাশয়ে ১০-১২টি বা তারও বেশি ফলিকল বা ডিম তৈরি করা হয়। তার মধ্যে অন্তত ৫-৬টিকে গবেষণাগারে বিশেষ পদ্ধতিতে নিষিক্ত করে ভ্রূণ প্রস্তুত করা হয়। অন্তত ২-৩টি ভ্রূণকে গর্ভে স্থাপন করা হয়। খরচটা একটু বেশি হয় ।
advertisement
advertisement