Low Cost AC System: ইলেক্ট্রিক বিলের চিন্তা নেই,AC ছাড়া বিশেষ এই পদ্ধতিতে তীব্র গরমেও গ্রামের ঘর বরফ ঠান্ডা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
বিশেষ এই পদ্ধতিতে তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা করে নিচ্ছেন জেলার মানুষজন, জেনে নিন পুরোটা
advertisement
advertisement
advertisement
advertisement
কী পদ্ধতিতে হচ্ছে এই তাপমাত্রা হ্রাস! এই কাজ করা কর্মী দেবাশীষ কর্মকার জানালেন, ছাদের তাপমাত্রা কমানোর জন্য রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এটি ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে, যা সূর্যালোকের বেশিরভাগ অংশটাই শোষণ করে নেয়। ফলে ছাদ অতিরিক্ত গরম হয় না এবং তলার ঘরগুলি খুব সহজেই ঠান্ডা থাকে
advertisement
সেক্ষেত্রে ছাদের আকারের উপর নির্ভর করবে বিশেষ মিশ্রণের পরিমাণ। সাধারণ ঘরের ছাদের জন্য ৫ কেজি চুন, দেড় কেজি হোয়াইট সিমেন্ট, দেড় লিটার ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড লাগবে বলেই জানান কর্মীরা। সবথেকে বড় ব্যাপার, এতে ছাদের কোনও ক্ষতি হয় না। বরং ছাদ হয়ে ওঠে আরও টেকসই। আর এই মিশ্রণ একবার লাগালেই কয়েক মাস কার্যকর থাকবে