Love Tips: ভালবাসায় মরচে ধরেছে? সম্পর্কে ট্যুইস্ট চাইলে করুন এই কাজ!

Last Updated:
Love Tips: ভালবাসা ছাড়া বেঁচে থাকা খুব কঠিন! আর পুরনো সম্পর্কে যদি ভালবাসা ফিরিয়ে আনতে চান, তাহলে এই টিপস আপনাকে জানতে হবেই
1/6
দীর্ঘদিন সম্পর্কে থাকলে সেই ভালবাসায় কখনও মরচে পড়তে পারে। আর সেজন্য মরচে পড়া ভালবাসার মরচে ছাড়াতে বেছে নিন প্রেম দিবসকে। প্রেম দিবস সকলের জন্য।
দীর্ঘদিন সম্পর্কে থাকলে সেই ভালবাসায় কখনও মরচে পড়তে পারে। আর সেজন্য মরচে পড়া ভালবাসার মরচে ছাড়াতে বেছে নিন প্রেম দিবসকে। প্রেম দিবস সকলের জন্য।
advertisement
2/6
এই প্রেম দিবসে আপনি আপনার সঙ্গীকে সময় দিন। একদিনের জন্য দূরে থাকুন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সামাজিক মাধ্যমগুলি থেকে। বদলে চ্যাটিং করুন বাড়ির মানুষের সঙ্গে।
এই প্রেম দিবসে আপনি আপনার সঙ্গীকে সময় দিন। একদিনের জন্য দূরে থাকুন ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সামাজিক মাধ্যমগুলি থেকে। বদলে চ্যাটিং করুন বাড়ির মানুষের সঙ্গে।
advertisement
3/6
যদি প্রেম করে বিয়ে করে থাকেন, তাহলে এই প্রেম দিবসে সঙ্গীকে নিয়ে যান সেই পুরানো জায়গাগুলিতে। যেখানে গেলে আপনার মনে পড়ে যাবে পুরানো দিনের কথাগুলি।
যদি প্রেম করে বিয়ে করে থাকেন, তাহলে এই প্রেম দিবসে সঙ্গীকে নিয়ে যান সেই পুরানো জায়গাগুলিতে। যেখানে গেলে আপনার মনে পড়ে যাবে পুরানো দিনের কথাগুলি।
advertisement
4/6
এছাড়াও কাজ থেকে বাড়ি ফেরার পথে সঙ্গীর জন্য একটা উপহার কিনে নিয়ে যেতে পারেন। তাঁর পছন্দের বই, ব্যাগ, পোশাক, চকোলেট। যা খুশি নিয়ে যেতে পারেন।
এছাড়াও কাজ থেকে বাড়ি ফেরার পথে সঙ্গীর জন্য একটা উপহার কিনে নিয়ে যেতে পারেন। তাঁর পছন্দের বই, ব্যাগ, পোশাক, চকোলেট। যা খুশি নিয়ে যেতে পারেন।
advertisement
5/6
পুরোনো দিনগুলির মত চিঠি লিখতে পারেন। চিঠি লিখে বাড়িতে রেখে বাইরে থেকে ফোন করে জানাতে পারেন চিঠিতে কি লেখা রয়েছে তার পড়ার জন্য।
পুরোনো দিনগুলির মত চিঠি লিখতে পারেন। চিঠি লিখে বাড়িতে রেখে বাইরে থেকে ফোন করে জানাতে পারেন চিঠিতে কি লেখা রয়েছে তার পড়ার জন্য।
advertisement
6/6
কাছের মানুষটিকে এক দিন অবাক করে তাঁর মনের পদ রেঁধে ফেলুন। রান্নার হাত ভাল নয় বলে সঙ্কোচবোধ করবেন না। এতে আপনার সঙ্গী খুশিই হবে।
কাছের মানুষটিকে এক দিন অবাক করে তাঁর মনের পদ রেঁধে ফেলুন। রান্নার হাত ভাল নয় বলে সঙ্কোচবোধ করবেন না। এতে আপনার সঙ্গী খুশিই হবে।
advertisement
advertisement
advertisement