Love And Relation: মহিলারা কখন সবথেকে 'রোম্যান্টিক' হন? আদর-ভালবাসায় ভরিয়ে তোলেন সঙ্গীকে? গবেষণায় চমকে দেওয়া তথ্য

Last Updated:
মহিলারা কখন সঙ্গীকে আদর-ভালবাসায় ভরিয়ে তুলতে কোনও কার্পণ্য করেন না? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য
1/5
রেস্তোরাঁয় যেতে কে না ভালবাসে! আর শীতকাল হলে তো কথাই নেই! মনপসন্দ রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খাওয়ার মজাই আলাদা! মন ফূর্তিতে ভরে ওঠে! আর এবার পেট ভরে পছন্দের খাবার খাওয়া নিয়ে গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য
রেস্তোরাঁয় যেতে কে না ভালবাসে! আর শীতকাল হলে তো কথাই নেই! মনপসন্দ রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খাওয়ার মজাই আলাদা! মন ফূর্তিতে ভরে ওঠে! আর এবার পেট ভরে পছন্দের খাবার খাওয়া নিয়ে গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য
advertisement
2/5
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, পছন্দের খাবার খাওয়ার পর মহিলারা বেশি রোম্যান্টিক হয়ে ওঠেন। তখন সঙ্গীকে ভালবাসায় ভরিয়ে তুলতে তাঁরা দু'বার ভাবেন না! খাবারের প্রভাবেই মহিলাদের এই 'মন ভাল' করা পরিবর্তন লক্ষ করা গিয়েছে গবেষণায়।
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, পছন্দের খাবার খাওয়ার পর মহিলারা বেশি রোম্যান্টিক হয়ে ওঠেন। তখন সঙ্গীকে ভালবাসায় ভরিয়ে তুলতে তাঁরা দু'বার ভাবেন না! খাবারের প্রভাবেই মহিলাদের এই 'মন ভাল' করা পরিবর্তন লক্ষ করা গিয়েছে গবেষণায়।
advertisement
3/5
আমেরিকার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা যায়, পছন্দের খাবার খাওয়ার সময় প্রেম-ভালবাসা-যৌনতার অনুভূতির প্রতি মহিলাদের মস্তিষ্ক বেশি সক্রিয় হয়ে ওঠে।

আমেরিকার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা করা হয়েছিল। সেখানে দেখা যায়, পছন্দের খাবার খাওয়ার সময় প্রেম-ভালবাসা-যৌনতার অনুভূতির প্রতি মহিলাদের মস্তিষ্ক বেশি সক্রিয় হয়ে ওঠে।
advertisement
4/5
গবেষণায় দেখা গিয়েছে, তৃপ্তি করে পেট ভরে মনের মতো খাবার খাওয়ার পর মহিলারা ভালবাসা ও যৌনতার দিক থেকে বেশি সক্রিয় হয়ে ওঠেন। ব্রেনের স্ক্যানে দেখা গিয়েছে, মহিলাদের পেট ভরা থাকলে মস্তিষ্ক 'রোম্যান্টিক স্টিমুলি'-র প্রতি বেশি মাত্রায় উদ্দীপিত হয়।

গবেষণায় দেখা গিয়েছে, তৃপ্তি করে পেট ভরে মনের মতো খাবার খাওয়ার পর মহিলারা ভালবাসা ও যৌনতার দিক থেকে বেশি সক্রিয় হয়ে ওঠেন। ব্রেনের স্ক্যানে দেখা গিয়েছে, মহিলাদের পেট ভরা থাকলে মস্তিষ্ক 'রোম্যান্টিক স্টিমুলি'-র প্রতি বেশি মাত্রায় উদ্দীপিত হয়।
advertisement
5/5
গবেষণায় দেখা গিয়েছে, মহিলারা মন ভরে ও পেট ভরে মনপসন্দ খাবার খাওয়ার পর মস্কিষ্ক বেশি মাত্রায় ইমোশনাল ও রোম্যান্টিক সিগন্যাল গ্রহণ করে। কাজেই যদি আপনার সঙ্গীকে আরও রোম্যান্টিক ভাবে পেতে চান,তাহলে 'সিনেমা-ডেট' বা 'শপিং-ডেট'-এর পরিবর্তে নিয়ে যান ভাল কোনও রেস্তোরাঁয়।
গবেষণায় দেখা গিয়েছে, মহিলারা মন ভরে ও পেট ভরে মনপসন্দ খাবার খাওয়ার পর মস্কিষ্ক বেশি মাত্রায় ইমোশনাল ও রোম্যান্টিক সিগন্যাল গ্রহণ করে। কাজেই যদি আপনার সঙ্গীকে আরও রোম্যান্টিক ভাবে পেতে চান,তাহলে 'সিনেমা-ডেট' বা 'শপিং-ডেট'-এর পরিবর্তে নিয়ে যান ভাল কোনও রেস্তোরাঁয়।
advertisement
advertisement
advertisement