Long Hairstyle: নীরজ চোপড়ার মতো লম্বা চুল এখন ফ্যাশনে ইন! কিন্তু যত্ন নেবেন কীভাবে?

Last Updated:
Long Hairstyle: নীরজের মতো বড় চুল রাখলে তার যত্নও নিতে হবে নিয়মিত। কিন্তু কীভাবে?
1/8
হাতে বর্শা, চোখে লক্ষ্যভেদের দৃঢ়তা। এক বার মাথাটা নিচু করে একমুহূর্তের জন্য থামা, তার পরেই স্টান্স নিয়ে বিদ্যুৎগতিতে ছুটে এসে ছুঁড়ে দিলেন হাতের বর্শাটা। আলোর ঝলকানির মতো হাওয়া কেটে উড়ে যাওয়া বর্শার সঙ্গে তখন উড়ছে ১৩৫ কোটির স্বপ্ন। মাটি ছুঁতেই ইতিহাস। সেই মুহূর্ত থেকে গোটা দেশের নয়নের মণি নীরজ চোপড়া (Neeraj Chopra)।
হাতে বর্শা, চোখে লক্ষ্যভেদের দৃঢ়তা। এক বার মাথাটা নিচু করে একমুহূর্তের জন্য থামা, তার পরেই স্টান্স নিয়ে বিদ্যুৎগতিতে ছুটে এসে ছুঁড়ে দিলেন হাতের বর্শাটা। আলোর ঝলকানির মতো হাওয়া কেটে উড়ে যাওয়া বর্শার সঙ্গে তখন উড়ছে ১৩৫ কোটির স্বপ্ন। মাটি ছুঁতেই ইতিহাস। সেই মুহূর্ত থেকে গোটা দেশের নয়নের মণি নীরজ চোপড়া (Neeraj Chopra)।
advertisement
2/8
অলিম্পিকে সোনা জয় তো আছেই। নীরজের ফ্যাশন সেন্সেও কাত ৮ থেকে ৮০। অ্যাথলিট হওয়ায় এমনিতেই ছিপছিপে অথচ পেশিবহুল শরীর। আর তার সঙ্গে যোগ হয়েছে কাঁধ পর্যন্ত ছাপানো চুল। একটা সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, ‘কাউকে দেখে নয়, নিজেই নিজের চুল লম্বা রাখি’।
অলিম্পিকে সোনা জয় তো আছেই। নীরজের ফ্যাশন সেন্সেও কাত ৮ থেকে ৮০। অ্যাথলিট হওয়ায় এমনিতেই ছিপছিপে অথচ পেশিবহুল শরীর। আর তার সঙ্গে যোগ হয়েছে কাঁধ পর্যন্ত ছাপানো চুল। একটা সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, ‘কাউকে দেখে নয়, নিজেই নিজের চুল লম্বা রাখি’।
advertisement
3/8
 আর এই চুল রাখাটা শুরু হয়েছে ৮-১০ বছর বয়স থেকেই। অলিম্পিকে সোনা জয়ের পর এই ফ্যাশনের চুলই ট্রেন্ড। কিন্ত নীরজের মতো বড় চুল রাখলে তার যত্নও নিতে হবে নিয়মিত। কিন্তু কীভাবে? সেটাই দেখে নেওয়া যাক।
 আর এই চুল রাখাটা শুরু হয়েছে ৮-১০ বছর বয়স থেকেই। অলিম্পিকে সোনা জয়ের পর এই ফ্যাশনের চুলই ট্রেন্ড। কিন্ত নীরজের মতো বড় চুল রাখলে তার যত্নও নিতে হবে নিয়মিত। কিন্তু কীভাবে? সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
4/8
নিয়মিত তেল: তেলে চুল তাজা– এই কথাটা আমরা কমবেশি সকলেই জানি। প্রতিদিন তেল লাগাতে হবে চুলে। সবচেয়ে ভালো হয় যদি অলিভ কিংবা আমন্ড অয়েল লাগানো যায়। এই দুই ধরনের তেলই চুল বাড়াতে সাহায্য করে। সঙ্গে চুলের টেক্সচারও ঠিক রাখে। তবে চুলে তেল দেওয়ার পর শ্যাম্পু করতে ভুললে চলবে না।
নিয়মিত তেল: তেলে চুল তাজা– এই কথাটা আমরা কমবেশি সকলেই জানি। প্রতিদিন তেল লাগাতে হবে চুলে। সবচেয়ে ভালো হয় যদি অলিভ কিংবা আমন্ড অয়েল লাগানো যায়। এই দুই ধরনের তেলই চুল বাড়াতে সাহায্য করে। সঙ্গে চুলের টেক্সচারও ঠিক রাখে। তবে চুলে তেল দেওয়ার পর শ্যাম্পু করতে ভুললে চলবে না।
advertisement
5/8
বড় দাঁড়ার চিরুনি: বড় চুল রাখলেই হবে না, তাকে রক্ষাও করতে হবে। আর বড় চুল বজায় রাখতে দরকার সঠিক টুল বা সরঞ্জাম। এর জন্য লম্বা ব্রাশ এবং বড় দাঁড়ার চিরুনি চাই-ই-চাই। তবেই চুলে সঠিক গ্রিপ হবে।
বড় দাঁড়ার চিরুনি: বড় চুল রাখলেই হবে না, তাকে রক্ষাও করতে হবে। আর বড় চুল বজায় রাখতে দরকার সঠিক টুল বা সরঞ্জাম। এর জন্য লম্বা ব্রাশ এবং বড় দাঁড়ার চিরুনি চাই-ই-চাই। তবেই চুলে সঠিক গ্রিপ হবে।
advertisement
6/8
নিয়মিত পরিষ্কার করা আবশ্যক: চুল নিয়মিত পরিষ্কার করতে হবে। শ্যাম্পু এবং কন্ডিশনার লাগাতে হবে প্রতিদিন। না-হলে চুলে জট পড়বে। ত্যাগ করতে হবে বড় চুল রাখার আশা।
নিয়মিত পরিষ্কার করা আবশ্যক: চুল নিয়মিত পরিষ্কার করতে হবে। শ্যাম্পু এবং কন্ডিশনার লাগাতে হবে প্রতিদিন। না-হলে চুলে জট পড়বে। ত্যাগ করতে হবে বড় চুল রাখার আশা।
advertisement
7/8
শুকনো করতে হবে: বড় চুলের জন্য এটাও আবশ্যক। স্নানের পর চুলকে শুকনো করতে হবে। তবে এ জন্য ব্লো বা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে বারণ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভালো করে মুছে নিয়ে ছেড়ে দিতে হবে। বাকিটা আপনা-আপনিই শুকোবে।
শুকনো করতে হবে: বড় চুলের জন্য এটাও আবশ্যক। স্নানের পর চুলকে শুকনো করতে হবে। তবে এ জন্য ব্লো বা হেয়ার ড্রায়ার ব্যবহার করতে বারণ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভালো করে মুছে নিয়ে ছেড়ে দিতে হবে। বাকিটা আপনা-আপনিই শুকোবে।
advertisement
8/8
খোলা থাকুক: বেশির ভাগ সময় বড় চুল চোখের উপর এসে পড়ে। ফলে অস্বস্তি হয়। তাই বড় চুলে অনেকেই পনিটেল বেঁধে রাখেন। অনেকে আবার টুপি পরেন। কিন্তু এটাও ঠিক নয়। এতে চুলের গোড়ায় চাপ পড়ে। ফলে চুল ঝরতে শুরু করে। এটা থেকে বাঁচতে হবে। তাই বড় চুল রাখলে চুল খোলা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
খোলা থাকুক: বেশির ভাগ সময় বড় চুল চোখের উপর এসে পড়ে। ফলে অস্বস্তি হয়। তাই বড় চুলে অনেকেই পনিটেল বেঁধে রাখেন। অনেকে আবার টুপি পরেন। কিন্তু এটাও ঠিক নয়। এতে চুলের গোড়ায় চাপ পড়ে। ফলে চুল ঝরতে শুরু করে। এটা থেকে বাঁচতে হবে। তাই বড় চুল রাখলে চুল খোলা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
advertisement