আলতো ঠোঁটের ছোঁয়ার হাতছানি! শুধুই ঠোঁটে ছুঁয়ে দিতে হবে গোলাপের পাপড়ি, তারপর ম্যাজিক

Last Updated:
গোলাপের পাপড়ি আর অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করা যায়। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
1/7
দুর্গাপুজোর পর থেকেই বাতাসে শিরশিরে ভাব। ভোরের দিকে তো গায়ে চাদর জড়াতে হচ্ছে। বোঝা যাচ্ছে শীতকাল আসছে। আর শীতকাল মানেই ঠোঁটের সমস্যা। ত্বক ফেটে ফুটে একেবারে খরা কবলিত এলাকা। দেখতে কুৎসিত তো লাগেই, কষ্টও হয়। ফাটা ঠোঁট থেকে রক্ত বেরনোর মতো দুর্বিষহ আর কিছু নেই।
দুর্গাপুজোর পর থেকেই বাতাসে শিরশিরে ভাব। ভোরের দিকে তো গায়ে চাদর জড়াতে হচ্ছে। বোঝা যাচ্ছে শীতকাল আসছে। আর শীতকাল মানেই ঠোঁটের সমস্যা। ত্বক ফেটে ফুটে একেবারে খরা কবলিত এলাকা। দেখতে কুৎসিত তো লাগেই, কষ্টও হয়। ফাটা ঠোঁট থেকে রক্ত বেরনোর মতো দুর্বিষহ আর কিছু নেই।
advertisement
2/7
এ থেকে মুক্তি পেতে বাজার থেকে নামি ক্রিম কিনে অনেকেই ঠোঁটে লাগান। কিন্তু কাজের কাজ কিছু হয় না। তার ওপর এসব পণ্যে নানা রাসয়নিক থাকে। ফলে সমস্যা আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে ঘরে তৈরি লিপ বাম একেবারে আদর্শ। গোলাপের পাপড়ি আর অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করা যায়। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
এ থেকে মুক্তি পেতে বাজার থেকে নামি ক্রিম কিনে অনেকেই ঠোঁটে লাগান। কিন্তু কাজের কাজ কিছু হয় না। তার ওপর এসব পণ্যে নানা রাসয়নিক থাকে। ফলে সমস্যা আরও বেড়ে যায়। এ ক্ষেত্রে ঘরে তৈরি লিপ বাম একেবারে আদর্শ। গোলাপের পাপড়ি আর অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করা যায়। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
advertisement
3/7
ঠোঁটের যত্নে গোলাপের পাপড়ি: গোলাপের এমন অনেক গুণ রয়েছে যা ঠোঁট নরম করতে সাহায্য করে। ঠোঁট গোলাপি করতেও এর জুড়ি নেই। তাছাড়া গোলাপের পাপড়ি ঠোঁটকে আর্দ্র রাখে। ফলে শীতের মরশুমে ঠোঁট ফাটার সম্ভাবনা কমে যায়। ঠোঁটকে কালচে দাগের হাত থেকেও রক্ষা করে গোলাপের পাপড়ি।
ঠোঁটের যত্নে গোলাপের পাপড়ি: গোলাপের এমন অনেক গুণ রয়েছে যা ঠোঁট নরম করতে সাহায্য করে। ঠোঁট গোলাপি করতেও এর জুড়ি নেই। তাছাড়া গোলাপের পাপড়ি ঠোঁটকে আর্দ্র রাখে। ফলে শীতের মরশুমে ঠোঁট ফাটার সম্ভাবনা কমে যায়। ঠোঁটকে কালচে দাগের হাত থেকেও রক্ষা করে গোলাপের পাপড়ি।
advertisement
4/7
লিপ বাম তৈরি করতে যা লাগবে: ৫টা গোলাপ ফুলের পাপড়ি, ২টো ভিটামিন ই ক্যাপসুল, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ অ্যালোভরা জেল।
লিপ বাম তৈরি করতে যা লাগবে: ৫টা গোলাপ ফুলের পাপড়ি, ২টো ভিটামিন ই ক্যাপসুল, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ অ্যালোভরা জেল।
advertisement
5/7
লিপ বাম তৈরির পদ্ধতি: প্রথমে গোলাপ ফুলের পাপড়ি মিক্সিতে ভাল করে পিষে নিতে হবে। একবারে যেন গুঁড়ো হয়ে যায়। এবার সেটা একটা পাত্রে ঢেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার সেই পেস্টটা একটা ছোট বাক্সে নিয়ে ফ্রিজে ৫ থেকে ৬ ঘণ্টা রাখতে হবে। এতে পেস্টটা শক্ত হয়ে যাবে। ব্যস, ঘরে তৈরি লিপ বাম প্রস্তুত।
লিপ বাম তৈরির পদ্ধতি: প্রথমে গোলাপ ফুলের পাপড়ি মিক্সিতে ভাল করে পিষে নিতে হবে। একবারে যেন গুঁড়ো হয়ে যায়। এবার সেটা একটা পাত্রে ঢেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল, ১ চা চামচ দুধ এবং ১ চা চামচ অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার সেই পেস্টটা একটা ছোট বাক্সে নিয়ে ফ্রিজে ৫ থেকে ৬ ঘণ্টা রাখতে হবে। এতে পেস্টটা শক্ত হয়ে যাবে। ব্যস, ঘরে তৈরি লিপ বাম প্রস্তুত।
advertisement
6/7
লিপ বাম লাগানোর পদ্ধতি: এটা লাগানোর আগে তুলোতে সামান্য গোলাপ জল নিয়ে ভাল করে ঠোঁট পরিষ্কার করে নিতে হবে। তারপর লাগাতে হবে ঘরে তৈরি লিপ বাম। রাতে শোওয়ার আগে তো বটেই, চাইলে দিনের যে কোনও সময়ে এই লিপ বাম লাগানো যায়।
লিপ বাম লাগানোর পদ্ধতি: এটা লাগানোর আগে তুলোতে সামান্য গোলাপ জল নিয়ে ভাল করে ঠোঁট পরিষ্কার করে নিতে হবে। তারপর লাগাতে হবে ঘরে তৈরি লিপ বাম। রাতে শোওয়ার আগে তো বটেই, চাইলে দিনের যে কোনও সময়ে এই লিপ বাম লাগানো যায়।
advertisement
7/7
অন্যান্য টিপস: অনেকেরই ঠোঁট কালচে দাগ পড়ে। ঠোঁট কালো দেখায়। অনেক ক্রিম, লোশন ব্যবহার করেও কিছু লাভ হয়নি। চিন্তা নেই। লোকাল লিপস্টিক লাগানো বন্ধ করতে হবে। তাছাড়া ঘুমোনোর আগে লিপস্টিক ভাল করে মুছে ফেলতে ভুললে চলবে না।
অন্যান্য টিপস: অনেকেরই ঠোঁট কালচে দাগ পড়ে। ঠোঁট কালো দেখায়। অনেক ক্রিম, লোশন ব্যবহার করেও কিছু লাভ হয়নি। চিন্তা নেই। লোকাল লিপস্টিক লাগানো বন্ধ করতে হবে। তাছাড়া ঘুমোনোর আগে লিপস্টিক ভাল করে মুছে ফেলতে ভুললে চলবে না।
advertisement
advertisement
advertisement