Parenting Tips: বুদ্ধিতে বৃহস্পতি, স্মৃতিশক্তি হবে তুখোড়, লাইট হাউস পেরেন্টিং পদ্ধতিতে সন্তান ফার্স্ট হবেই, ৭ দিনেই চমকে যাবেন গ্যারান্টি...!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Lighthouses Parenting Tips: সমুদ্রের মাঝে নাবিকরা পথ হারালে লাইট হাউস যেমন পথ দেখায়। ঠিক তেমবি লাইট হাউস পেরেন্টিং হল, বাতিঘরের মতো সর্বদা সন্তানকে পথনির্দেশ করা। যেখানে বাবা-মায়েরা সব সময়ে সন্তানের পাশে থাকবেন, তবে তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না।
সন্তানকে ছোট থেকে সঠিক উপায়ে বেড়ে তুলতে বিভিন্ন সময়ে অনেক অভিভাবক দিশেহারা হয়ে পড়েন। এক্ষেত্রে আপনার সন্তানকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করতে পারে লাইট হাউস পেরেন্টিং পদ্ধতি।
advertisement
সমুদ্রের মাঝে নাবিকরা পথ হারালে লাইট হাউস যেমন পথ দেখায়। ঠিক তেমনি লাইট হাউস পেরেন্টিং হল, বাতিঘরের মতো সর্বদা সন্তানকে পথনির্দেশ করা। যেখানে বাবা-মায়েরা সব সময়ে সন্তানের পাশে থাকবেন, তবে তাঁদের নিয়ন্ত্রণের চেষ্টা করবেন না।
advertisement
মনোবিদ নিলাঞ্জনা পান জানান, পেরেন্টিং কনসালট্যান্ট এর মূল মন্ত্র ভারসাম্য। এই পদ্ধতিতে অতিরিক্ত নজরদারি যেমন নয়, তেমনই শিশু সমস্যায় পড়লে বাবা-মা তাকে দিশা দেখাবেন বা আগাম বিপদ সম্পর্কে সচেতন করবেন।
advertisement
বর্তমানে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে লাইট হাউস পেরেন্টিং। এতে শিশুরা একদিকে যেমন তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে, অপরদিকে সিদ্ধান্ত নিজে নেওয়ার সুযোগ পায়।
advertisement
তবে সন্তানের প্রতিটি পদক্ষেপে তীক্ষ্ম নজরদারি চালানো উচিত নয়। যা অনেক সময়ে তাদের অবসাদ, কষ্টের কারণ হয়ে ওঠে। আবার ছেলে-মেয়েকে লালনপালন করতে গিয়ে কখনও কখনও বাবা-মায়েরা বড্ড বেশি ছাড় দিয়ে ফেলেন। তা-ও কাম্য নয়।
advertisement