Lifestyle tips: পারফিউমের গন্ধ শরীর থেকে দ্রুত উড়ে যায়? সুগন্ধ বেশিক্ষণ ধরে রাখতে এই পদ্ধতিগুলি জেনে রাখুন

Last Updated:
Lifestyle tips: বেশির ভাগ পারফিউমই বেশিক্ষণ স্থায়ী হয় না। তা হলে কী করবেন যাতে আপনার শরীরে পারফিউমের সুগন্ধ বেশিক্ষণ থাকে।
1/8
গন্ধ এমন এক জিনিস যা মানুষের ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে। প্রথম দেখায় কারও গা থেকে দুর্গন্ধ বেরোলে তা মোটেই ভালো অভিজ্ঞতা হয় না। আবার সুগন্ধ আলাদা মাত্রা যোগ করে একজনের ব্যক্তিত্বে। এই গন্ধের উৎস হল আপনি যে পারফিউম ব্যবহার করেন। কিন্তু বেশির ভাগ পারফিউমই বেশিক্ষণ স্থায়ী হয় না। তা হলে কী করবেন যাতে আপনার শরীরে পারফিউমের সুগন্ধ বেশিক্ষণ থাকে।
গন্ধ এমন এক জিনিস যা মানুষের ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকে। প্রথম দেখায় কারও গা থেকে দুর্গন্ধ বেরোলে তা মোটেই ভালো অভিজ্ঞতা হয় না। আবার সুগন্ধ আলাদা মাত্রা যোগ করে একজনের ব্যক্তিত্বে। এই গন্ধের উৎস হল আপনি যে পারফিউম ব্যবহার করেন। কিন্তু বেশির ভাগ পারফিউমই বেশিক্ষণ স্থায়ী হয় না। তা হলে কী করবেন যাতে আপনার শরীরে পারফিউমের সুগন্ধ বেশিক্ষণ থাকে।
advertisement
2/8
‌১) পারফিউম স্প্রে করবেন শরীরের যে অংশে সেখানে আগে একটু পেট্রোলিয়াম জেলি মেখে নিন। এতে বেশিক্ষণ স্থায়ী হবে গন্ধ।
‌১) পারফিউম স্প্রে করবেন শরীরের যে অংশে সেখানে আগে একটু পেট্রোলিয়াম জেলি মেখে নিন। এতে বেশিক্ষণ স্থায়ী হবে গন্ধ।
advertisement
3/8
২) মাথার স্ক্যাল্পও ঘামে। ফলে চুল থেকেও দুর্গন্ধ বেরনোর সম্ভাবনা থাকে। তা বলে চুলে সরাসরি পারফিউম লাগাবেন না। মাথা আঁচড়ানোর ঠিক আগে চিরুনিতে পারফিউম লাগিয়ে নিন। এতে গন্ধও স্থায়ী হবে।
২) মাথার স্ক্যাল্পও ঘামে। ফলে চুল থেকেও দুর্গন্ধ বেরনোর সম্ভাবনা থাকে। তা বলে চুলে সরাসরি পারফিউম লাগাবেন না। মাথা আঁচড়ানোর ঠিক আগে চিরুনিতে পারফিউম লাগিয়ে নিন। এতে গন্ধও স্থায়ী হবে।
advertisement
4/8
৩) সাধারণত যাদের অয়েলি স্কিন, তাদের শরীরে পারফিউমের গন্ধ বেশিক্ষণ থাকে। তাই পারফিউম লাগানোর আগে সুগন্ধযুক্ত কোনও বডি লোশন লাগিয়ে নিন। গন্ধ বেশিক্ষণ থাকবে।
৩) সাধারণত যাদের অয়েলি স্কিন, তাদের শরীরে পারফিউমের গন্ধ বেশিক্ষণ থাকে। তাই পারফিউম লাগানোর আগে সুগন্ধযুক্ত কোনও বডি লোশন লাগিয়ে নিন। গন্ধ বেশিক্ষণ থাকবে।
advertisement
5/8
৪) শুধু বগলে বা গায় পারফিউম লাগালেই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না। হাতের কবজি, ঘাড়ে, কনুইয়ের ভিতর দিকে, হাঁটুর পিছন দিকে আর গোড়ালিতেও পারফিউম লাগান।
৪) শুধু বগলে বা গায় পারফিউম লাগালেই দুর্গন্ধ থেকে রেহাই পাওয়া যায় না। হাতের কবজি, ঘাড়ে, কনুইয়ের ভিতর দিকে, হাঁটুর পিছন দিকে আর গোড়ালিতেও পারফিউম লাগান।
advertisement
6/8
৫) অনেকেই এই ভুলটা করেন। দুই হাতের কবজিতে পারফিউম লাগিয়ে একসঙ্গে তা ঘষেন। কিন্তু এতে গন্ধ খুব তাড়াতাড়ি উড়ে যায়।
৫) অনেকেই এই ভুলটা করেন। দুই হাতের কবজিতে পারফিউম লাগিয়ে একসঙ্গে তা ঘষেন। কিন্তু এতে গন্ধ খুব তাড়াতাড়ি উড়ে যায়।
advertisement
7/8
৬) পারফিউমের বোতল সবসময়ে একটি বাক্সের মধ্যে রাখবেন। দেখবেন যাতে কখনওই পারফিউমের বোতলে রোদ না লাগে।
৬) পারফিউমের বোতল সবসময়ে একটি বাক্সের মধ্যে রাখবেন। দেখবেন যাতে কখনওই পারফিউমের বোতলে রোদ না লাগে।
advertisement
8/8
৭) পারফিউম কখনওই ভিজে বা স্যাঁতস্যাতে জায়গায় রাখবেন না। আর্দ্রতা পারফিউমের গন্ধ কমিয়ে দিতে পারে।
৭) পারফিউম কখনওই ভিজে বা স্যাঁতস্যাতে জায়গায় রাখবেন না। আর্দ্রতা পারফিউমের গন্ধ কমিয়ে দিতে পারে।
advertisement
advertisement
advertisement