Lifestyle Tips: অনেকদিন ধরে ইনভার্টার বন্ধ থাকলে কি খারাপ হয়ে যেতে পারে ব্যাটারি? জেনে রাখুন এখনই!
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
Lifestyle Tips: লোডশেডিং থেকে বাঁচার জন্য এখন অনেক বাড়িতেই লাগানো হয় ইনভার্টার। কিন্তু, এই ইনভার্টার অনেকদিন ধরে না চালালে কী হতে পারে?
: যাঁদের বাড়িতে ইনভার্টার লাগানো রয়েছে, তাঁদের কোনও কাজে বা ছুটিতে দীর্ঘ সময়ের জন্য দূরে যেতে হলে ইনভার্টার নিয়ে একটি সমস্যা দেখা দিতে পারে। কেউ কি কখনও ভেবে দেখেছেন যে দীর্ঘ সময় ধরে ইনভার্টার ব্যবহার না করলে কী হতে পারে? লোডশেডিং থেকে বাঁচার জন্য এখন অনেক বাড়িতেই লাগানো হয় ইনভার্টার। কিন্তু, এই ইনভার্টার অনেকদিন ধরে না চালালে কী হতে পারে?
advertisement
advertisement
advertisement
ইনভার্টার বন্ধ থাকা অবস্থায় একটি লিড-অ্যাসিড ব্যাটারির শক্তির খরচের হার প্রতি মাসে ৬% হয়। এছাড়া ফ্লোট চার্জিংয়ের সময় ব্যাটারির শক্তি খরচ তার ক্ষমতার ১%। এমন পরিস্থিতিতে কেউ যদি ২-৩ মাসের ছুটিতে বাড়ির বাইরে যায় তাহলে সেই ইনভার্টার বন্ধ রাখা ঠিক হবে। এটি সেই ইনভার্টারের ব্যাটারির ক্ষতি করবে না। কিন্তু, এটি ইনভার্টারের ব্যাটারি ১২-১৮% ডিসচার্জ করবে।
advertisement
advertisement
advertisement