নিমেষেই খোসা ছাড়াতে পারবেন রসুনের, জেনে নিন কিছু ম্যাজিকাল টোটকা

Last Updated:
সহজে রসুন ছাড়ানোর কিছু অত্যাধুনিক টিপস জেনে রাখুন।
1/5
রান্নায় স্বাদ বাড়াতে রসুনের ক্ষমতা অপরিসীম। কিন্তু এর খোসা ছাড়ানো কখনই সহজ ব্যাপার নয়। সামান্য রসুনের কোসা ছাড়াতে বহুক্ষণ সময় লাগে। তাছাড়া তাড়াতাড়ির সময় রসুনের খোসা ছাড়ানো বড়ই কঠিন হয়ে পড়ে। তাই সহজে রসুন ছাড়ানোর কিছু অত্যাধুনিক টিপস জেনে রাখুন।
রান্নায় স্বাদ বাড়াতে রসুনের ক্ষমতা অপরিসীম। কিন্তু এর খোসা ছাড়ানো কখনই সহজ ব্যাপার নয়। সামান্য রসুনের কোসা ছাড়াতে বহুক্ষণ সময় লাগে। তাছাড়া তাড়াতাড়ির সময় রসুনের খোসা ছাড়ানো বড়ই কঠিন হয়ে পড়ে। তাই সহজে রসুন ছাড়ানোর কিছু অত্যাধুনিক টিপস জেনে রাখুন।
advertisement
2/5
রসুনের খোসা ছাড়াতে একটি পাত্রে গরম জল করে তাতে রসুনের কোয়াগুলি দিয়ে দিতে পারেন । এরপর গরম জল থেকে কোয়াগুলি তুলে খোসায় সামান্য চাপ দিলেই  সহজেই খোসা ছাড়ানো যাবে।
রসুনের খোসা ছাড়াতে একটি পাত্রে গরম জল করে তাতে রসুনের কোয়াগুলি দিয়ে দিতে পারেন । এরপর গরম জল থেকে কোয়াগুলি তুলে খোসায় সামান্য চাপ দিলেই  সহজেই খোসা ছাড়ানো যাবে।
advertisement
3/5
 রসুনগুলি শুকনো তাওয়ায় সামান্য গরম করে নিতে পারেন। এতে সহজেই খোসা ছাড়ানো যাবে।
 রসুনগুলি শুকনো তাওয়ায় সামান্য গরম করে নিতে পারেন। এতে সহজেই খোসা ছাড়ানো যাবে।
advertisement
4/5
রসুনের খোসা মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড মত গরম করুন। এরপর খোসা ছাড়িয়ে দেখুন। এতে সহজেই খোসা বেরিয়ে আসে।
রসুনের খোসা মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড মত গরম করুন। এরপর খোসা ছাড়িয়ে দেখুন। এতে সহজেই খোসা বেরিয়ে আসে।
advertisement
5/5
ঠান্ডা জলেও রসুন ডুবিয়ে রাখতে পারেন এতে কোয়াগুলি ভিজে গেলে সহজেই খোসা ছাড়ানো যাবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ঠান্ডা জলেও রসুন ডুবিয়ে রাখতে পারেন এতে কোয়াগুলি ভিজে গেলে সহজেই খোসা ছাড়ানো যাবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement