Life Hacks: মিটিং হোক বা বিয়েবাড়ি, ইস্ত্রি খারাপ হলেও জামা পরিপাটি রাখতে মাথায় রাখুন পাঁচ ঘরোয়া উপায়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বাড়ির জামাকাপড় পরিপাটি রাখতে ইস্ত্রি অত্যন্ত জরুরি জিনিস। অনেকেই নিজের জামাখানা নিজে ইস্ত্রি করে নিয়ে পরতে ভালবাসেন আপনি।
advertisement
advertisement
গরম জলের পাত্র: রান্নাঘরে কাস্ট আয়রনের পাত্র আছে নিশ্চয়। তা হলে আর কোনও চিন্তাই নেই। লোহার পাত্রে জল গরম করে নিয়ে সেটা দিয়ে পোশাক চেপে চেপে ইস্ত্রি করার মতো ভঙ্গিতে চালান। দেখবেন পোশাক নিমেষে টানটান হয়ে যাবে। প্রতীকী ছবি
হেয়ার ড্রায়ার: আপনার হাতে নাগালে যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলেও তা কাজে আসবে। কারণ, জামা পরার সময়ে দেখা যায়, কলারটা বেশ কুঁচকে যায়। এ ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে আপনার হেয়ার ড্রায়ার। জামাকাপড়ের ভাঁজের উপর সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপর হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন পোশাকের কুঁচকানো ভাব দূর হবে নিমিষে। প্রতীকী ছবি
হেয়ার ড্রায়ার: আপনার হাতে নাগালে যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলেও তা কাজে আসবে। কারণ, জামা পরার সময়ে দেখা যায়, কলারটা বেশ কুঁচকে যায়। এ ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে আপনার হেয়ার ড্রায়ার। জামাকাপড়ের ভাঁজের উপর সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপর হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন পোশাকের কুঁচকানো ভাব দূর হবে নিমিষে। প্রতীকী ছবি
advertisement
হেয়ার ড্রায়ার: আপনার হাতে নাগালে যদি হেয়ার ড্রায়ার থাকে তাহলেও তা কাজে আসবে। কারণ, জামা পরার সময়ে দেখা যায়, কলারটা বেশ কুঁচকে যায়। এ ক্ষেত্রে মুশকিল আসান করতে পারে আপনার হেয়ার ড্রায়ার। জামাকাপড়ের ভাঁজের উপর সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপর হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন পোশাকের কুঁচকানো ভাব দূর হবে নিমিষে। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
হেয়ার স্ট্রেটনার: চুল সোজা করার জন্য অনেকেই হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন। তবে হেয়ার স্ট্রেটনার দিয়ে কুঁচকে থাকা পোশাকও যে টানটান করা যায়, তা বোধ হয় অনেকেরই কাছেই নতুন। কিন্তু, মনে রাখতে হবে পুরো বিষয়টি বেশ খানিকটা সময় সাপেক্ষ। তাই হাতে সময় থাকলে তবেই এই পন্থা অবলম্বন করুন। প্রথমে, কাপড়ের উপর খানিকটা জলের ছিটে দিয়ে ভিজিয়ে নিন। তারপর, হেয়ার স্ট্রেটনার দিয়ে যে ভাবে চুল টানটান করেন, সে ভাবেই কাপড় ইস্ত্রি করুন। দেখবেন সুন্দর ভাবে আপনার জামা পরিপাটি হয়ে গিয়েছে। প্রতীকী ছবি