Labrador vs Golden Retriever: বাড়িতে পোষ্য আনবেন ভাবছেন, ল্যাব্রাডর না গোল্ডেন রিট্রিভার? ভারতীয় আবহাওয়ায় কোনটা সেরা হবে জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Labrador vs Golden Retriever: কুকুর পোষার জন্য ল্যাব্রাডর ও গোল্ডেন রিট্রিভার দু’টি দারুন জাত। কিন্তু ভারতীয় আবহাওয়ায় কোনটা বেশি ভালো হবে জানুন...
আপনি যদি নতুন করে একটি ফার-বেবি (pet dog) আপনার জীবনে আনতে চান এবং গোল্ডেন রিট্রিভার ও ল্যাব্রাডর—এই দুই জনপ্রিয় জাতের মধ্যে কোনো একটি বেছে নিতে চান, তাহলে এই তুলনামূলক বিশ্লেষণ আপনার জন্য আদর্শ।
advertisement
প্রথমেই সাইজ ও ওজন নিয়ে বলা যায়, দুটি জাতই মিডিয়াম-টু-লার্জ সাইজের কুকুর। গড়ে গোল্ডেন রিট্রিভারের ওজন ২৫ থেকে ৩৪ কেজি এবং উচ্চতা ২১.৫ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত হয়। ল্যাব্রাডর কিছুটা বেশি ভারী হয়।
advertisement
ল্যাব্রাডরের ওজন গড়ে ২৯ থেকে ৩৬ কেজি এবং উচ্চতা ২১.৫ থেকে ২৪.৫ ইঞ্চি। যদিও ছোট অ্যাপার্টমেন্টে এদের রাখা একটু চ্যালেঞ্জিং হতে পারে, নিয়মিত ব্যায়াম ও মানসিক উদ্দীপনার মাধ্যমে এরা ভালোভাবেই মানিয়ে নিতে পারে।
advertisement
দুটি জাতের ব্যক্তিত্বে অনেক মিল থাকলেও, গোল্ডেন রিট্রিভার একটু বেশি এক্সট্রোভার্ট স্বভাবের। অপরিচিতদের সঙ্গেও সহজেই মিশে যায়। অন্যদিকে, ল্যাব্রাডর কিছুটা সময় নেয় কিন্তু একবার মানিয়ে নিলে খুবই বন্ধুবান্ধব হয়।
advertisement
দুটি জাতেরই শক্তিশালী এনার্জি লেভেল রয়েছে। এদের প্রতিদিন হাঁটাহাঁটি, খেলা ও মানসিক অনুশীলন করানো জরুরি। অলস হয়ে গেলে তারা অদ্ভুত আচরণ করতে পারে।
advertisement
ল্যাব্রাডর তুলনামূলকভাবে একটু বেশি শক্তিশালী ও অ্যাক্টিভ হওয়ায় তার দৈনিক ব্যায়ামের প্রয়োজনও একটু বেশি হতে পারে গোল্ডেন রিট্রিভারের চেয়ে।
advertisement
আপনি যদি বন্ধুত্বপূর্ণ ও ভালোবাসায় ভরপুর একটি কুকুর খুঁজছেন, তাহলে এই দুটি জাতই একেবারে পারফেক্ট। এরা পরিবারভিত্তিক, শিশুপ্রিয় এবং মনিবের সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তোলে।
advertisement
কুকুরের প্রহরী স্বভাবের দিক থেকে ল্যাব্রাডর একটু এগিয়ে। যদিও কোনোটাই খুব অ্যাক্টিভ গার্ড ডগ নয়, ল্যাব্রাডর যদি কিছু অস্বাভাবিক টের পায়, তাহলে সজাগ করে তুলতে পারে।
advertisement
গ্রুমিং বা পরিষ্কারের প্রয়োজন দুটি জাতেরই আছে, কারণ এদের ডাবল কোট রয়েছে। নিয়মিত ব্রাশিং না করলে চুল পড়ে এবং গায়ের ত্বকে সমস্যা হতে পারে।
advertisement
গোল্ডেন রিট্রিভারের লোম ল্যাব্রাডরের তুলনায় একটু বেশি লম্বা ও সিল্কি হওয়ায় তাকে একটু বেশি যত্ন করতে হয়। মাঝে মাঝে প্রফেশনাল গ্রুমিং করানোও দরকার হয়।
advertisement
স্বাস্থ্য সমস্যা—দু'জনেরই রয়েছে হিপ ডিসপ্লেসিয়া, চোখের সমস্যা বা হার্টের কিছু ঝুঁকি। নিয়মিত পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা দরকার, যেন আগেভাগে সমস্যা ধরা পড়ে।
advertisement