Eating Jujube (Kul) before Saraswati Puja: উপকারী হলেও সরস্বতীপুজোর আগে কুল খেতে কেন নিষেধ করা হয়? জানুন কারণ

Last Updated:
Eating Jujube (Kul) before Saraswati Puja: এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
1/7
শীতের মরশুমের অন্যতম ফল কুল। মুখরোচক এই ফলের স্বাদ ভাল লাগে না, এমন মানুষ বিরল। কুলের টকমিষ্টি স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন শীতকালের জন্য।
শীতের মরশুমের অন্যতম ফল কুল। মুখরোচক এই ফলের স্বাদ ভাল লাগে না, এমন মানুষ বিরল। কুলের টকমিষ্টি স্বাদ তারিয়ে তারিয়ে উপভোগের জন্য অনেকেই অপেক্ষা করে থাকেন শীতকালের জন্য।
advertisement
2/7
স্বাদের পাশাপাশি কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর৷ রক্তপাত, ক্ষত নিরাময় এবং বিভিন্ন প্রদাহজনিত অসুখে কুলের গুণাগুণ কার্যকরী৷
স্বাদের পাশাপাশি কুলের উপকারিতার শেষ নেই৷ বাংলার একান্ত নিজস্ব এই ফলের ওষধি গুণ প্রচুর৷ রক্তপাত, ক্ষত নিরাময় এবং বিভিন্ন প্রদাহজনিত অসুখে কুলের গুণাগুণ কার্যকরী৷
advertisement
3/7
১০-১৫ গ্রাম শুকনো কুল ৩ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় পান করলে বদহজমে উপকার পাওয়া যায়৷
১০-১৫ গ্রাম শুকনো কুল ৩ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ পরিমাণ করতে হবে৷ তার পর ছেঁকে নিয়ে ওই পানীয় পান করলে বদহজমে উপকার পাওয়া যায়৷
advertisement
4/7
কুলের ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে৷ পাকা মিষ্টি কুল হৃদরোগের আশঙ্কাও কম করে৷ মাড়ি থেকে রক্ত পড়া, মুখের ঘা-সহ যে কোনও সমস্যায় কুল উপকারী৷ দাঁত ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখে কুল৷ কোষ্ঠকাঠিন্য দূর হয় কুলের ওষধি গুণে৷
কুলের ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে৷ পাকা মিষ্টি কুল হৃদরোগের আশঙ্কাও কম করে৷ মাড়ি থেকে রক্ত পড়া, মুখের ঘা-সহ যে কোনও সমস্যায় কুল উপকারী৷ দাঁত ও হাড়ের স্বাস্থ্য বজায় রাখে কুল৷ কোষ্ঠকাঠিন্য দূর হয় কুলের ওষধি গুণে৷
advertisement
5/7
তবে এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
তবে এত গুণাগুণ সত্ত্বেও সরস্বতী পুজোর আগে কুল খেতে বারণ করা হয়৷ এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে৷
advertisement
6/7
আয়ুর্বেদিক মতে বলা হয়, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে।
আয়ুর্বেদিক মতে বলা হয়, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। কাঁচা বা কশযুক্ত কুল থেলে শরীরের ক্ষতি হতে পারে।
advertisement
7/7
আয়ুর্বেদ বিশেষজ্ঞ লক্ষ্মীদত্ত শুক্লার মতে, তাই স্বাস্থ্যগত দিক থেকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়৷
আয়ুর্বেদ বিশেষজ্ঞ লক্ষ্মীদত্ত শুক্লার মতে, তাই স্বাস্থ্যগত দিক থেকে সরস্বতী পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়৷
advertisement
advertisement
advertisement