Eye Glasses Cleaning Tips : চশমার কাচে জেদি ঘষা দাগ! চোখের নিমেষে হবে পরিষ্কার, হাতের কাছে এই কয়েকটা জিনিসেই ম্যাজিক
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Eye Glasses Cleaning Tips : আধুনিক লেন্সের যুগেও চশমার কদর কমেনি। আবার রোদ চশমার আবেদন কোনও যুগেই কমে না। কিন্তু সমস্যা হল, দীর্ঘদিন ব্যবহারের পর চশমার কাচে ঘষা দাগ পড়ে যায়।
চশমা জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। আধুনিক লেন্সের যুগেও চশমার কদর কমেনি। আবার রোদ চশমার আবেদন কোনও যুগেই কমে না। কিন্তু সমস্যা হল, দীর্ঘদিন ব্যবহারের পর চশমার কাচে ঘষা দাগ পড়ে যায়।
advertisement
তা দেখতে যেমন খারাপ, তেমনই চোখের পক্ষেও ভাল নয়। দৃষ্টিপথে বাধা সৃষ্টি করে। খুব সহজে এই দাগ তুলে ফেলা যেতে পারে। কেমন করে দেখে নেওয়া যাক—
advertisement
টুথপেস্ট— শুধু দাঁত নয়, চশমার কাচও পরিষ্কার করতে পারে এই বিশেষ জিনিসটি। একটি পরিষ্কার নরম কাপড় বা তুলোয় কিছুটা টুথপেস্ট নিয়ে চশমার কাচের উপর গোলগোল করে মুছতে হবে। ১০ সেকেন্ড পর অন্য একটি পরিষ্কার কাপড় দিয়ে আবার মুছতে হবে যতক্ষণ না ঘষা দাগগুলি কমে যাচ্ছে।
advertisement
বেকিং সোডা— রান্নাঘরের এই অতিসাধারণ জিনিসটিও কাজে লাগতে পারে। গরম জল দিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে একই ভাবে পরিষ্কার করে নিতে হবে চশমার কাচ।
advertisement
সাদা ভিনেগার— অনেক কাজে লাগে সাদা ভিনেগার। চশমার কাচও ব্যতিক্রম নয়। সাদা ভিনেগারে বেকিং সোডা মিশিয়ে সাদা ফেনা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর তাতে তুলো বা নরম কাপড় ভিজিয়ে নিয়ে চশমার কাচ পরিষ্কার করে নিতে হবে।
advertisement
এরোসল স্প্রে— যে বিশেষ তরলটি ছিটিয়ে আমরা টিভি স্ক্রিন, ফ্রিজ, জানলার কাচ পরিষ্কার করি, সেই একই তরল দিয়ে খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় নিজের চশমার কাচ দু’টিও। তরল সাবানের সঙ্গে কয়েক ফোঁটা এরোসল স্প্রে মিশিয়ে মুছে ফেলতে হবে চশমার কাচ। তাহলেই তা ঝকঝক করবে।
advertisement
কার ওয়াক্স— কার ওয়াক্স দিয়েও চশমার কাচ পরিষ্কার করা যায়। নরম কাপড়ে কার ওয়াক্স লাগিয়ে গোল গোল করে মুছতে হবে। তারপর কাচে লেগে থাকা মোম পরিষ্কার করে নিয়ে ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
advertisement