Vaastu Tips: বাড়িতে ঘনঘন কাক উড়ে আসা কীসের ইঙ্গিত? ভয়ের কোনও কারণ নেই তো, জানুন বাস্তু মত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Crow At Home: ঘরে-বাইরে কাক উড়ে এসে বসে৷ বাড়িতে কাক এলে অনেক কিছুই ঘটতে পারে বা অনেক লক্ষণ নজরে আসে। আপনি কী জানেন এই লক্ষণগুলো কী? এই সব সংকেত ভাল না খারাপ?
advertisement
বাস্তু মতে এমন অনেক বিষয় রয়েছে যা আমাদের মনে হাজারো প্রশ্ন জাগায়। কেন সন্ধ্যায় ঘর পরিষ্কার করা হয় না? রাতে নখ কাটে না কেন? চন্দ্রগ্রহণের সময় খাবেন না কেন? জোড়া বিড়াল আসলে কী হয়? এমন অনেক সংস্কার রয়েছে আমাদের মনে, যা লোক মুখে প্রচলিত৷ বাড়ির বড়দের কাছ থেকে শুনেছেন, কিন্তু জানেন কি এর আসল প্রভাব কী?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আপনি যদি দেখেন আপনার বাড়িতে কাক রুটি বা অন্য কোনও খাবার খাচ্ছে তাহলে বুঝবেন আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে। আপনি অর্থ উপার্জন করতে পারেন এবং একটি বড় কাজে সাফল্যের সুযোগ পেতে পারেন৷ আসলে বলা হয়ে যে কাকের রুটি খাওয়ায় আপনার পূর্বপুরুষদের খুশি হওয়ার লক্ষণ। আপনি যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় জল রাখেন এবং কাক এসে এই জল পান করে তবে আপনি খুব তাড়াতাড়ি ধনী হবেন। গরমে পাখিদের বারান্দায় বা খোলা জায়গায় জল দেওয়া উচিত।
advertisement
advertisement