Ear cleaning tips: যা খুশি দিয়ে কান পরিষ্কার নয়, সঠিক পদ্ধতি কী? জানলে আপনিও অবাক হবেন

Last Updated:
কান পরিষ্কার করার জন্য অনেকে নামী সংস্থার ইয়ার বাডসও ব্যবহার করে থাকেন৷
1/8
দেশলাইয়ের কাঠি, সেফটি পিন বা অন্য যে কোনও কিছু দিয়েই কান পরিষ্কার করা যে বিপজ্জনক, তা অনেকেরই জানা৷ কিন্তু কান পরিষ্কার করার সঠিক উপায় কি, সেটা জানেন কি?
দেশলাইয়ের কাঠি, সেফটি পিন বা অন্য যে কোনও কিছু দিয়েই কান পরিষ্কার করা যে বিপজ্জনক, তা অনেকেরই জানা৷ কিন্তু কান পরিষ্কার করার সঠিক উপায় কি, সেটা জানেন কি?
advertisement
2/8
কান পরিষ্কার করার জন্য অনেকে নামী সংস্থার ইয়ার বাডসও ব্যবহার করে থাকেন৷ কিন্তু সেগুলিও যে পুরোপুরি নিরাপদ, তা বলা যায় না৷
কান পরিষ্কার করার জন্য অনেকে নামী সংস্থার ইয়ার বাডসও ব্যবহার করে থাকেন৷ কিন্তু সেগুলিও যে পুরোপুরি নিরাপদ, তা বলা যায় না৷
advertisement
3/8
চিকিৎসকদের মতে, বাইরে থেকে কিছু ঢুকিয়ে নিজে নিজে কান পরিষ্কার করাই উচিত নয়৷ কানে ময়লা জমলে তা নিজে থেকেই বেরিয়ে আসবে৷
চিকিৎসকদের মতে, বাইরে থেকে কিছু ঢুকিয়ে নিজে নিজে কান পরিষ্কার করাই উচিত নয়৷ কানে ময়লা জমলে তা নিজে থেকেই বেরিয়ে আসবে৷
advertisement
4/8
কিন্তু একান্তই যদি মনে হয় যে কানে খুব বেশি ময়লা জমে গিয়ে অস্বস্তি হচ্ছে, তাহলে চিকিৎসকের কাছেই যাওয়া উচিত৷
কিন্তু একান্তই যদি মনে হয় যে কানে খুব বেশি ময়লা জমে গিয়ে অস্বস্তি হচ্ছে, তাহলে চিকিৎসকের কাছেই যাওয়া উচিত৷
advertisement
5/8
একমাত্র চিকিৎসর যদি মনে করেন কান পরিষ্কার করা প্রয়োজন, তিনিই তা করে দেবেন৷ সেক্ষেত্রে কোনও ঝুঁকিও থাকবে না৷
একমাত্র চিকিৎসর যদি মনে করেন কান পরিষ্কার করা প্রয়োজন, তিনিই তা করে দেবেন৷ সেক্ষেত্রে কোনও ঝুঁকিও থাকবে না৷
advertisement
6/8
স্নান করার সময় কানের বাইরের দিকটা উষ্ণ গরম জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারেন৷
স্নান করার সময় কানের বাইরের দিকটা উষ্ণ গরম জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলতে পারেন৷
advertisement
7/8
নিয়মিত সাঁতার কাটলেও কানে সংক্রমণের ভয় থাকে, সেক্ষেত্রে কানে কোনও ড্রপ দেওয়া উচিত কি না চিকিৎসকের থেকে জেনে নিন৷
নিয়মিত সাঁতার কাটলেও কানে সংক্রমণের ভয় থাকে, সেক্ষেত্রে কানে কোনও ড্রপ দেওয়া উচিত কি না চিকিৎসকের থেকে জেনে নিন৷
advertisement
8/8
যতই মজদার অথবা আকর্ষণীয় ভিডিও হোক না কেন, তা দেখে কান পরিষ্কার করতে যাবেন না৷
যতই মজদার অথবা আকর্ষণীয় ভিডিও হোক না কেন, তা দেখে কান পরিষ্কার করতে যাবেন না৷
advertisement
advertisement
advertisement