Pigmentation: মুখের দাগে নাজেহাল? মাত্র কয়েক সপ্তাহেই মিলবে ম্যাজিকের মতো সমাধান, জেনে নিন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মুখের দাগে নাজেহাল? জেনে নিন ম্যাজিকাল উপায়..
দাগহীন ত্বক পেতে কে না চায়! কিন্তু বহু চেষ্টার পরেও বয়সের প্রভাব ত্বকে পড়তে শুরু করে এবং মুখ, হাত ইত্যাদিতে কালো দাগ পড়তে শুরু করে। লিভার স্পট, মেলাসমা, প্রেগন্যান্সি মার্ক ইত্যাদির কারণে পিগমেন্টেশন দেখা দিতে পারে।
advertisement
advertisement
ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজিস্টে প্রকাশিত ২০১১ সালের একটি গবেষণায়, এটি পাওয়া গিয়েছে যে টমেটোতে লাইকোপিন পাওয়া যায় যা ত্বককে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী ছবির ক্ষতি থেকে রক্ষা করতে কাজ করে। গবেষণায়, ৫৫ গ্রাম টমেটো পেস্ট অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে ১২ সপ্তাহ ধরে প্রতিদিন ব্যবহার করতে হবে। এতে পিগমেন্টশন সহজেই দূর করা যাবে।
advertisement
হেলথলাইন অনুসারে, মসুর ডাল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ যা হাইপারপিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। এর জন্য ৫০ গ্রাম মসুর ডাল সারারাত জলে রেখে পেস্ট তৈরি করতে হবে । এই প্যাক মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
advertisement