advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ভাই কি আজকাল একটু বেশিই স্বাস্থ্য় সচেতন হয়ে উঠেছে? তাহলে ফ্য়াশনেবল ফিট বিট অথবা দৌড়নোর সময় শোনার জন্য় এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার কিনে দিলে বাই দারুণ খুশি হবে৷ আর এগুলো যদি আগে থেকেই থাকে তাহলে প্রোটিন শেক, গ্রিন টি, প্রোটিন বার, ফ্য়াট ফ্রি কুকিজ এসব দিয়ে বানিয়ে দিতে পারেন দারুণ ফুড হ্য়াম্পার৷
advertisement
ভাল সিনেমা দেখতে পেলে আর কিছুই চায় না ভাই? এমন মুভি বাফ ভাইয়ের জন্য় সবচেয়ে ভাল উপহার মাইক্রো পকেট প্রোজেক্টার বা রোকু থ্রি-র মতো ডিভাইস৷ যাতে এক সঙ্গে প্রচুর সিনেমা রাখা যাবে, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে আবার স্মার্টফোন কানেক্টও করা যাবে৷ এছাড়া বাজেট কম হলে ক্লাসিক ছবির ডিভিডি কালেকশন বা ভাইয়ের প্রিয় ক্লাসিক সিনেমার পোস্টার তো দিতেই পারেন৷
advertisement
ভাই যদি হয় খাদ্য়রসিক তাহলে কিন্তু আপনার প্রায় কোনও চিন্তাই নেই৷ অনলাইনে পাওয়া যায় নানা রকম ফুড হ্য়াম্পার৷ ভাই খেতে ভালবাসে এমন খাবার রয়েছে দেখে বেছে নিন বা ভাইয়ের প্রিয় খাবার দিয়ে বানিয়ে দিতে পারেন কাস্টমাইজড হ্য়াম্পার৷ কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভাইফোটা স্পেশাল লাঞ্চ বা ডিনারও খাওয়াতে পারেন৷ অথবা ভাইয়ের জন্য় শিখে নিন নতুন কোনও রেসিপি৷ সেসব বানিয়ে খাইয়ে ভাইকে তাক লাগিয়ে দিন৷ এটাই হবে আপনার উপহার৷
advertisement
advertisement