হোম » ছবি » লাইফস্টাইল » কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

  • Bangla Editor

  • 110

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    উত্সবের মরসুম শেষ পর্যায়ে৷ আর মরসুম শেষ তো হয় সকলের প্রিয় উত্সব দিয়েই৷ ভাইফোঁটা৷ কিন্তু আপনার ভাইটা বড়ই খুঁতখুঁতে? কিছুই পছন্দ হয় না? জেনে নিন ভাইয়ের পছন্দ বুঝে কেমন গিফট দেবেন৷

    MORE
    GALLERIES

  • 210

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    আপনার ভাই যদি খেলোধুলো করেন বা স্পোর্টসপ্রেমী হন তাহলে ভাইকে দিতে পারেন খেলার সামগ্রী৷ যেমন রিস্টব্য়ান্ড, সিপার বটল স্পোর্টস কিট ব্য়াগ৷ কিনে দিতে পারেন ভাইয়ের প্রিয় খেলোয়াড়ের জার্সিও৷

    MORE
    GALLERIES

  • 310

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    আপনার ভাই কি বইপোকা, একটু আংতেল টাইপ? তাহলে তো কথাই নেই৷ ভাইয়ের পছন্দের লেখকের যে বইটা ওর কাছে নেই সেটাই হবে ভাইফোঁটার সেরা উপহার৷ কোনও আনকমন, নতুন বইও ভাইকে উপহার দিতে পারেন৷ আর যদি বাজেট একটু বেশি হয় তাহলে তো কিনে দিতেই পারেন কিন্ডল বুক রিডার৷ এছাড়া স্টারমার্কের গিফট ভাইচার তো রয়েছেই৷

    MORE
    GALLERIES

  • 410

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    ফ্য়াশনিস্তা ভাইকে উপহার দেওয়ার তালিকাটা কিন্তু বেশ বড়৷ টি-শার্ট, কুর্তি থেকে শুরু করে ফ্য়াশনেবল ঘড়ি, সানগ্লাস, ওয়ালেট এমনকী পারফিউম যেকোনও কিছু দিলেই ভাইয়ের দিলখুশ হয়ে যাবে৷

    MORE
    GALLERIES

  • 510

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    ভাই কি সঙ্গীতপ্রেমী? তাহলে কিনে দিতে পারেন ব্লু টুথ স্পিকার বা ভাল কোম্পানির কোনও হেডফোন৷ এছাড়াও ভাইয়ের পছন্দের গানের কালেকশন তো রয়েছেই৷

    MORE
    GALLERIES

  • 610

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    ভাই কি আজকাল একটু বেশিই স্বাস্থ্য় সচেতন হয়ে উঠেছে? তাহলে ফ্য়াশনেবল ফিট বিট অথবা দৌড়নোর সময় শোনার জন্য় এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার কিনে দিলে ভাই দারুণ খুশি হবে৷ আর এগুলো যদি আগে থেকেই থাকে তাহলে প্রোটিন শেক, গ্রিন টি, প্রোটিন বার, ফ্য়াট ফ্রি কুকিজ এসব দিয়ে বানিয়ে দিতে পারেন দারুণ ফুড হ্য়াম্পার৷

    MORE
    GALLERIES

  • 710

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    ভাল সিনেমা দেখতে পেলে আর কিছুই চায় না ভাই? এমন মুভি বাফ ভাইয়ের জন্য় সবচেয়ে ভাল উপহার মাইক্রো পকেট প্রোজেক্টার বা রোকু থ্রি-র মতো ডিভাইস৷ যাতে এক সঙ্গে প্রচুর সিনেমা রাখা যাবে, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে আবার স্মার্টফোন কানেক্টও করা যাবে৷ এছাড়া বাজেট কম হলে ক্লাসিক ছবির ডিভিডি কালেকশন বা ভাইয়ের প্রিয় ক্লাসিক সিনেমার পোস্টার তো দিতেই পারেন৷ কিনে দিতে পারেন  নেটফ্লিক্স বা আমাজন প্রাইমের বছরভরের সাবস্ক্রিপশনও৷

    MORE
    GALLERIES

  • 810

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    ভাই যদি হয় খাদ্য়রসিক তাহলে কিন্তু আপনার প্রায় কোনও চিন্তাই নেই৷ অনলাইনে পাওয়া যায় নানা রকম ফুড হ্য়াম্পার৷ ভাই খেতে ভালবাসে এমন খাবার রয়েছে দেখে বেছে নিন বা ভাইয়ের প্রিয় খাবার দিয়ে বানিয়ে দিতে পারেন কাস্টমাইজড হ্য়াম্পার৷ কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভাইফোটা স্পেশাল লাঞ্চ বা ডিনারও খাওয়াতে পারেন৷ অথবা ভাইয়ের জন্য় শিখে নিন নতুন কোনও রেসিপি৷ সেসব বানিয়ে খাইয়ে ভাইকে তাক লাগিয়ে দিন৷ এটাই হবে আপনার উপহার৷

    MORE
    GALLERIES

  • 910

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    আজকাল সবাই বেশ টেকস্য়াভি৷ আপনার ভাইটিও যদি তেমন হয় তাহলে গেমার, ওয়ারলেস মাউস বা পাওয়ার ব্য়াঙ্ক, পেনড্রাইড, হার্ড-ডিস্ক দিতে পারেন ভাইকে৷

    MORE
    GALLERIES

  • 1010

    কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

    ভাই কি ট্রেকিং করেন বা বেড়াতে খুব ভালবাসেন? তাহলে কোনও কিছু না ভেবে ভাল কোনও রাকস্য়াক, প্য়াকিং কিউব, ট্রাভেল ওয়াটার বটল বা ট্রাভেল ওয়াশ ব্য়াগ কিনে দিন ভাইকে৷ সত্য়ি বলছি, ভ্রমণপিপাসুরা আর কিছু পেলে এত খুশি হবেন না৷

    MORE
    GALLERIES