কুল ডুড থেকে আঁতেল, জেনে নিন সব রকম 'ভাই'-কে দেওয়ার সেরা গিফট

Last Updated:
1/10
উত্সবের মরসুম শেষ পর্যায়ে৷ আর মরসুম শেষ তো হয় সকলের প্রিয় উত্সব দিয়েই৷ ভাইফোঁটা৷ কিন্তু আপনার ভাইটা বড়ই খুঁতখুঁতে? কিছুই পছন্দ হয় না? জেনে নিন ভাইয়ের পছন্দ বুঝে কেমন গিফট দেবেন৷
উত্সবের মরসুম শেষ পর্যায়ে৷ আর মরসুম শেষ তো হয় সকলের প্রিয় উত্সব দিয়েই৷ ভাইফোঁটা৷ কিন্তু আপনার ভাইটা বড়ই খুঁতখুঁতে? কিছুই পছন্দ হয় না? জেনে নিন ভাইয়ের পছন্দ বুঝে কেমন গিফট দেবেন৷
advertisement
2/10
আপনার ভাই যদি খেলোধুলো করেন বা স্পোর্টসপ্রেমী হন তাহলে ভাইকে দিতে পারেন খেলার সামগ্রী৷ যেমন রিস্টব্য়ান্ড, সিপার বটল স্পোর্টস কিট ব্য়াগ৷ কিনে দিতে পারেন ভাইয়ের প্রিয় খেলোয়াড়ের জার্সিও৷
আপনার ভাই যদি খেলোধুলো করেন বা স্পোর্টসপ্রেমী হন তাহলে ভাইকে দিতে পারেন খেলার সামগ্রী৷ যেমন রিস্টব্য়ান্ড, সিপার বটল স্পোর্টস কিট ব্য়াগ৷ কিনে দিতে পারেন ভাইয়ের প্রিয় খেলোয়াড়ের জার্সিও৷
advertisement
3/10
আপনার ভাই কি বইপোকা, একটু আংতেল টাইপ? তাহলে তো কথাই নেই৷ ভাইয়ের পছন্দের লেখকে যে বইটা ওর কাছে নেই সেটাই হবে ভাইফোঁটার সেরা উপহার৷ কোনও আনকমন, নতুন বইও ভাইকে উপহার দিতে পারেন৷ আর যদি বাজেচ একটু বেশি হয় তাহলে তো কিনে দিতেই পারেন কিন্ডল বুক রিডার৷
আপনার ভাই কি বইপোকা, একটু আংতেল টাইপ? তাহলে তো কথাই নেই৷ ভাইয়ের পছন্দের লেখকে যে বইটা ওর কাছে নেই সেটাই হবে ভাইফোঁটার সেরা উপহার৷ কোনও আনকমন, নতুন বইও ভাইকে উপহার দিতে পারেন৷ আর যদি বাজেচ একটু বেশি হয় তাহলে তো কিনে দিতেই পারেন কিন্ডল বুক রিডার৷
advertisement
4/10
ফ্য়াশনিস্তা ভাইকে উপহার দেওয়ার তালিকাটা কিন্তু বেশ বড়৷ টি-শার্ট, কুর্তি থেকে শুরু করে ফ্য়াশনেবল ঘড়ি, সানগ্লাস, ওয়ালেট এমনকী পারফিউম যেকোনও কিছু দিলেই ভাইয়ের দিলখুশ হয়ে যাবে৷
ফ্য়াশনিস্তা ভাইকে উপহার দেওয়ার তালিকাটা কিন্তু বেশ বড়৷ টি-শার্ট, কুর্তি থেকে শুরু করে ফ্য়াশনেবল ঘড়ি, সানগ্লাস, ওয়ালেট এমনকী পারফিউম যেকোনও কিছু দিলেই ভাইয়ের দিলখুশ হয়ে যাবে৷
advertisement
5/10
ভাই কি সঙ্গীতপ্রেমী? তাহলে কিনে দিতে পারেন ব্লু টুথ স্পিকার বা ভাল কোম্পানির কোনও হেডফোন৷ এছাড়াও ভাইয়ের পছন্দের গানের কালেকশন তো রয়েছেই৷
ভাই কি সঙ্গীতপ্রেমী? তাহলে কিনে দিতে পারেন ব্লু টুথ স্পিকার বা ভাল কোম্পানির কোনও হেডফোন৷ এছাড়াও ভাইয়ের পছন্দের গানের কালেকশন তো রয়েছেই৷
advertisement
6/10
ভাই কি আজকাল একটু বেশিই স্বাস্থ্য় সচেতন হয়ে উঠেছে? তাহলে ফ্য়াশনেবল ফিট বিট অথবা দৌড়নোর সময় শোনার জন্য় এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার কিনে দিলে বাই দারুণ খুশি হবে৷ আর এগুলো যদি আগে থেকেই থাকে তাহলে প্রোটিন শেক, গ্রিন টি, প্রোটিন বার, ফ্য়াট ফ্রি কুকিজ এসব দিয়ে বানিয়ে দিতে পারেন দারুণ ফুড হ্য়াম্পার৷
ভাই কি আজকাল একটু বেশিই স্বাস্থ্য় সচেতন হয়ে উঠেছে? তাহলে ফ্য়াশনেবল ফিট বিট অথবা দৌড়নোর সময় শোনার জন্য় এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার কিনে দিলে বাই দারুণ খুশি হবে৷ আর এগুলো যদি আগে থেকেই থাকে তাহলে প্রোটিন শেক, গ্রিন টি, প্রোটিন বার, ফ্য়াট ফ্রি কুকিজ এসব দিয়ে বানিয়ে দিতে পারেন দারুণ ফুড হ্য়াম্পার৷
advertisement
7/10
ভাল সিনেমা দেখতে পেলে আর কিছুই চায় না ভাই? এমন মুভি বাফ ভাইয়ের জন্য় সবচেয়ে ভাল উপহার মাইক্রো পকেট প্রোজেক্টার বা রোকু থ্রি-র মতো ডিভাইস৷ যাতে এক সঙ্গে প্রচুর সিনেমা রাখা যাবে, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে আবার স্মার্টফোন কানেক্টও করা যাবে৷ এছাড়া বাজেট কম হলে ক্লাসিক ছবির ডিভিডি কালেকশন বা ভাইয়ের প্রিয় ক্লাসিক সিনেমার পোস্টার তো দিতেই পারেন৷
ভাল সিনেমা দেখতে পেলে আর কিছুই চায় না ভাই? এমন মুভি বাফ ভাইয়ের জন্য় সবচেয়ে ভাল উপহার মাইক্রো পকেট প্রোজেক্টার বা রোকু থ্রি-র মতো ডিভাইস৷ যাতে এক সঙ্গে প্রচুর সিনেমা রাখা যাবে, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে আবার স্মার্টফোন কানেক্টও করা যাবে৷ এছাড়া বাজেট কম হলে ক্লাসিক ছবির ডিভিডি কালেকশন বা ভাইয়ের প্রিয় ক্লাসিক সিনেমার পোস্টার তো দিতেই পারেন৷
advertisement
8/10
ভাই যদি হয় খাদ্য়রসিক তাহলে কিন্তু আপনার প্রায় কোনও চিন্তাই নেই৷ অনলাইনে পাওয়া যায় নানা রকম ফুড হ্য়াম্পার৷ ভাই খেতে ভালবাসে এমন খাবার রয়েছে দেখে বেছে নিন বা ভাইয়ের প্রিয় খাবার দিয়ে বানিয়ে দিতে পারেন কাস্টমাইজড হ্য়াম্পার৷ কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভাইফোটা স্পেশাল লাঞ্চ বা ডিনারও খাওয়াতে পারেন৷ অথবা ভাইয়ের জন্য় শিখে নিন নতুন কোনও রেসিপি৷ সেসব বানিয়ে খাইয়ে ভাইকে তাক লাগিয়ে দিন৷ এটাই হবে আপনার উপহার৷
ভাই যদি হয় খাদ্য়রসিক তাহলে কিন্তু আপনার প্রায় কোনও চিন্তাই নেই৷ অনলাইনে পাওয়া যায় নানা রকম ফুড হ্য়াম্পার৷ ভাই খেতে ভালবাসে এমন খাবার রয়েছে দেখে বেছে নিন বা ভাইয়ের প্রিয় খাবার দিয়ে বানিয়ে দিতে পারেন কাস্টমাইজড হ্য়াম্পার৷ কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভাইফোটা স্পেশাল লাঞ্চ বা ডিনারও খাওয়াতে পারেন৷ অথবা ভাইয়ের জন্য় শিখে নিন নতুন কোনও রেসিপি৷ সেসব বানিয়ে খাইয়ে ভাইকে তাক লাগিয়ে দিন৷ এটাই হবে আপনার উপহার৷
advertisement
9/10
আজকাল সবাই বেশ টেকস্য়াভি৷ আপনার ভাইটিও যদি তেমন হয় তাহলে গেমার, ওয়ারলেস মাউস বা পাওয়ার ব্য়াঙ্ক, পেনড্রাইড, হার্ড-ডিস্ক দিতে পারেন ভাইকে৷
আজকাল সবাই বেশ টেকস্য়াভি৷ আপনার ভাইটিও যদি তেমন হয় তাহলে গেমার, ওয়ারলেস মাউস বা পাওয়ার ব্য়াঙ্ক, পেনড্রাইড, হার্ড-ডিস্ক দিতে পারেন ভাইকে৷
advertisement
10/10
ভাইকি ট্রেকিং করেন বা বেড়াতে খুব ভালবাসেন৷ তাহলে কোনও কিছু না ভেবে ভাল কোনও রাকস্য়াক, প্য়াকিং কিউব, ট্রাভেল ওয়াটার বটল বা ট্রাবেল ওয়াশ ব্য়াগ কিনে দিন ভাইকে৷ সত্য়ি বলছি, ভ্রমণপিপাসুরা আর কিছু পেলে এত খুশি হবেন না৷
ভাইকি ট্রেকিং করেন বা বেড়াতে খুব ভালবাসেন৷ তাহলে কোনও কিছু না ভেবে ভাল কোনও রাকস্য়াক, প্য়াকিং কিউব, ট্রাভেল ওয়াটার বটল বা ট্রাবেল ওয়াশ ব্য়াগ কিনে দিন ভাইকে৷ সত্য়ি বলছি, ভ্রমণপিপাসুরা আর কিছু পেলে এত খুশি হবেন না৷
advertisement
advertisement
advertisement