ভাই কি আজকাল একটু বেশিই স্বাস্থ্য় সচেতন হয়ে উঠেছে? তাহলে ফ্য়াশনেবল ফিট বিট অথবা দৌড়নোর সময় শোনার জন্য় এমপি থ্রি বা এমপি ফোর প্লেয়ার কিনে দিলে ভাই দারুণ খুশি হবে৷ আর এগুলো যদি আগে থেকেই থাকে তাহলে প্রোটিন শেক, গ্রিন টি, প্রোটিন বার, ফ্য়াট ফ্রি কুকিজ এসব দিয়ে বানিয়ে দিতে পারেন দারুণ ফুড হ্য়াম্পার৷
ভাল সিনেমা দেখতে পেলে আর কিছুই চায় না ভাই? এমন মুভি বাফ ভাইয়ের জন্য় সবচেয়ে ভাল উপহার মাইক্রো পকেট প্রোজেক্টার বা রোকু থ্রি-র মতো ডিভাইস৷ যাতে এক সঙ্গে প্রচুর সিনেমা রাখা যাবে, যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে আবার স্মার্টফোন কানেক্টও করা যাবে৷ এছাড়া বাজেট কম হলে ক্লাসিক ছবির ডিভিডি কালেকশন বা ভাইয়ের প্রিয় ক্লাসিক সিনেমার পোস্টার তো দিতেই পারেন৷ কিনে দিতে পারেন নেটফ্লিক্স বা আমাজন প্রাইমের বছরভরের সাবস্ক্রিপশনও৷
ভাই যদি হয় খাদ্য়রসিক তাহলে কিন্তু আপনার প্রায় কোনও চিন্তাই নেই৷ অনলাইনে পাওয়া যায় নানা রকম ফুড হ্য়াম্পার৷ ভাই খেতে ভালবাসে এমন খাবার রয়েছে দেখে বেছে নিন বা ভাইয়ের প্রিয় খাবার দিয়ে বানিয়ে দিতে পারেন কাস্টমাইজড হ্য়াম্পার৷ কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে ভাইফোটা স্পেশাল লাঞ্চ বা ডিনারও খাওয়াতে পারেন৷ অথবা ভাইয়ের জন্য় শিখে নিন নতুন কোনও রেসিপি৷ সেসব বানিয়ে খাইয়ে ভাইকে তাক লাগিয়ে দিন৷ এটাই হবে আপনার উপহার৷