Cooking Gas: এক ঘণ্টা রান্না করলে কতটা গ্যাস খরচ হয়? হিসেব জানলে সিলিন্ডার চলবে আরও বেশি দিন

Last Updated:
কতক্ষণ রান্না করলে কতটা গ্যাস পুড়তে পারে, সেই ধারণা অধিকাংশ মানুষেরই নেই৷
1/8
রান্নার গ্যাসের দাম তো দিন দিন বাড়ছেই৷ এই পরিস্থিতিতে প্রত্যেকেই রান্নার সময় গ্যাস বাঁচানোর চেষ্টা করেন৷ অন্তত এক মাস একটি গ্যাস যাতে চলে, সেই চেষ্টাই থাকে অধিকাংশ মানুষের৷
রান্নার গ্যাসের দাম তো দিন দিন বাড়ছেই৷ এই পরিস্থিতিতে প্রত্যেকেই রান্নার সময় গ্যাস বাঁচানোর চেষ্টা করেন৷ অন্তত এক মাস একটি গ্যাস যাতে চলে, সেই চেষ্টাই থাকে অধিকাংশ মানুষের৷
advertisement
2/8
কিন্তু কতক্ষণ রান্না করলে কতটা গ্যাস পুড়তে পারে, সেই ধারণা অধিকাংশ মানুষেরই নেই৷ এই তথ্য জানা থাকলে অনেকটা হিসেব করেই গ্যাস ব্যবহার করা যায়৷
কিন্তু কতক্ষণ রান্না করলে কতটা গ্যাস পুড়তে পারে, সেই ধারণা অধিকাংশ মানুষেরই নেই৷ এই তথ্য জানা থাকলে অনেকটা হিসেব করেই গ্যাস ব্যবহার করা যায়৷
advertisement
3/8
কিন্তু কতক্ষণ রান্না করলে কতটা গ্যাস পুড়তে পারে, সেই ধারণা অধিকাংশ মানুষেরই নেই৷ এই তথ্য জানা থাকলে অনেকটা হিসেব করেই গ্যাস ব্যবহার করা যায়৷
কিন্তু কতক্ষণ রান্না করলে কতটা গ্যাস পুড়তে পারে, সেই ধারণা অধিকাংশ মানুষেরই নেই৷ এই তথ্য জানা থাকলে অনেকটা হিসেব করেই গ্যাস ব্যবহার করা যায়৷
advertisement
4/8
আবার বড় বার্নার এক ঘণ্টা টানা ফুল ফ্লেমে জ্বালালে ১৮০ গ্রাম মতো গ্যাস খরচ হয়৷ ছোট বার্নারের তুলনায় বড় বার্নারে অন্তত ৩০ শতাংশ বেশি গ্যাস খরচ হয়৷
আবার বড় বার্নার এক ঘণ্টা টানা ফুল ফ্লেমে জ্বালালে ১৮০ গ্রাম মতো গ্যাস খরচ হয়৷ ছোট বার্নারের তুলনায় বড় বার্নারে অন্তত ৩০ শতাংশ বেশি গ্যাস খরচ হয়৷
advertisement
5/8
বর্তমানে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১১০০ টাকা৷ সেই হিসেবে এক কেজি গ্যাসের দাম পড়ে ৭৭ টাকার মতো৷
বর্তমানে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১১০০ টাকা৷ সেই হিসেবে এক কেজি গ্যাসের দাম পড়ে ৭৭ টাকার মতো৷
advertisement
6/8
সেই হিসেবে ১৩৮ গ্রাম গ্যাসের দাম পড়ে ১০ টাকা মতো৷ আর বড় বার্নার এক ঘণ্টা ফুল ফ্লেমে জ্বালালে ১৪ টাকার মতো গ্যাস খরচ হওয়ার কথা৷ এক ঘণ্টা দুটি বার্নার একসঙ্গে জ্বালিয়ে রাখলে ২৪ টাকার মতো গ্যাস খরচ হবে৷
সেই হিসেবে ১৩৮ গ্রাম গ্যাসের দাম পড়ে ১০ টাকা মতো৷ আর বড় বার্নার এক ঘণ্টা ফুল ফ্লেমে জ্বালালে ১৪ টাকার মতো গ্যাস খরচ হওয়ার কথা৷ এক ঘণ্টা দুটি বার্নার একসঙ্গে জ্বালিয়ে রাখলে ২৪ টাকার মতো গ্যাস খরচ হবে৷
advertisement
7/8
চার জনের ছোট পরিবারে সারাদিনের রান্না করতে সবমিলিয়ে দু থেকে আড়াই ঘণ্টা সময় তো লাগেই৷ সেই হিসেবে একদিনেই প্রায় ৫০ টাকার গ্যাস খরচ হয়ে যাওয়ার কথা৷
চার জনের ছোট পরিবারে সারাদিনের রান্না করতে সবমিলিয়ে দু থেকে আড়াই ঘণ্টা সময় তো লাগেই৷ সেই হিসেবে একদিনেই প্রায় ৫০ টাকার গ্যাস খরচ হয়ে যাওয়ার কথা৷
advertisement
8/8
তবে কেউ রান্না করার সময় সর্বক্ষণ ফুল ফ্লেমে গ্যাস জ্বালান না৷ ফলে বাস্তবে এক ঘণ্টা টানা রান্না করলেও এই পরিমাণ গ্যাস খরচ হওয়ার কথা নয়৷
তবে কেউ রান্না করার সময় সর্বক্ষণ ফুল ফ্লেমে গ্যাস জ্বালান না৷ ফলে বাস্তবে এক ঘণ্টা টানা রান্না করলেও এই পরিমাণ গ্যাস খরচ হওয়ার কথা নয়৷
advertisement
advertisement
advertisement