Parenting Tips: বাচ্চা কোলে নিলেই চুপ, নামিয়ে দিলেই শুরু কান্না! সন্তানের মন বুঝুন বাবা-মায়েরা

Last Updated:
East Bardhaman News: ছোট বাচ্চাকে বিছানায় শুইয়ে দেওয়া হলে তারা কান্না শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ যদি তাকে আবার কোলে তুলে নেওয়া হয় তাহলে সেই বাচ্চা চুপ করে যায়। জানেন কী কারণ রয়েছে এর পিছনে ?
1/6
ছোট বাচ্চাকে বিছানায় শুয়ে দেওয়া হলে তারা কাঁদতে করতে শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ যদি তাদের আবার কোলে তুলে নেওয়া হয় তাহলে সেই বাচ্চা চুপ করে যায়। জানেন কী কারণ রয়েছে এর পিছনে? কী কারণে হয় এমনটা ?  (বনোয়ারীলাল চৌধুরী)
ছোট বাচ্চাকে বিছানায় শুয়ে দেওয়া হলে তারা কাঁদতে করতে শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ যদি তাদের আবার কোলে তুলে নেওয়া হয় তাহলে সেই বাচ্চা চুপ করে যায়। জানেন কী কারণ রয়েছে এর পিছনে? কী কারণে হয় এমনটা ?  (বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/6
ডক্টর মিল্টন বিশ্বাস এই প্রসঙ্গে জানান, বাচ্চারা যে কাঁদে এটা প্রত্যেক মা-বাবার জন্যই খুবই কষ্টকর একটা ব্যাপার। তবে এই বিষয়টা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই । কান্নার এই বিষয়টা প্রত্যেকটা বাচ্চার একটা নরমাল ডেভেলপমেন্টাল ফেজ।
ডক্টর মিল্টন বিশ্বাস এই প্রসঙ্গে জানান, বাচ্চারা যে কাঁদে এটা প্রত্যেক মা-বাবার জন্যই খুবই কষ্টকর একটা ব্যাপার। তবে এই বিষয়টা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই । কান্নার এই বিষয়টা প্রত্যেকটা বাচ্চার একটা নরমাল ডেভেলপমেন্টাল ফেজ।
advertisement
3/6
বাচ্চারা সাধারণত যে কান্নাকাটি করে তাকে শেপারেশন অ্যাংজাইটি বলা হয়। অর্থাৎ বাচ্চাকে যখন তার মা বাবা বা পরিবারের আপনজনের থেকে আলাদা করা হয় ,তখন সেই বাচ্চার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয় । অর্থাৎ সেই বাচ্চাটি রেগে গিয়ে সেই মুহূর্তে কেঁদে ওঠে।
বাচ্চারা সাধারণত যে কান্নাকাটি করে তাকে শেপারেশন অ্যাংজাইটি বলা হয়। অর্থাৎ বাচ্চাকে যখন তার মা বাবা বা পরিবারের আপনজনের থেকে আলাদা করা হয় ,তখন সেই বাচ্চার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয় । অর্থাৎ সেই বাচ্চাটি রেগে গিয়ে সেই মুহূর্তে কেঁদে ওঠে।
advertisement
4/6
এক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হল, প্রত্যেকটা বাচ্চা তার মা-বাবা এবং পরিবারের সঙ্গে অনেকটা বেশি সময় কাটায় এবং বাচ্চাটাকে যখন তার মা বাবার কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেওয়া হচ্ছে তখন সে তার বাবা-মা অথবা পরিবারের আত্মীয়দের গায়ের গন্ধ এবং তাদের স্পর্শ মিস করতে শুরু করে । তখনই সেই বাচ্চা কাঁদে৷ সেই বাচ্চাকে যখনই আবার বিছানা থেকে তুলে কোলে নেওয়া হয় তখন সেই বাচ্চা কান্না থামিয়ে দেয় ।
এক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হল, প্রত্যেকটা বাচ্চা তার মা-বাবা এবং পরিবারের সঙ্গে অনেকটা বেশি সময় কাটায় এবং বাচ্চাটাকে যখন তার মা বাবার কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেওয়া হচ্ছে তখন সে তার বাবা-মা অথবা পরিবারের আত্মীয়দের গায়ের গন্ধ এবং তাদের স্পর্শ মিস করতে শুরু করে । তখনই সেই বাচ্চা কাঁদে৷ সেই বাচ্চাকে যখনই আবার বিছানা থেকে তুলে কোলে নেওয়া হয় তখন সেই বাচ্চা কান্না থামিয়ে দেয় ।
advertisement
5/6
কারণ সঙ্গে সঙ্গে সেই বাচ্চা তার বাবা-মা এবং আত্মীয়দের গায়ের ছোঁয়া অনুভব করতে পারে ।
কারণ সঙ্গে সঙ্গে সেই বাচ্চা তার বাবা-মা এবং আত্মীয়দের গায়ের ছোঁয়া অনুভব করতে পারে ।
advertisement
6/6
তবে বাচ্চার যদি শরীর খারাপ থাকে সেক্ষেত্রে বাচ্চার কান্নার পরিমাণটা আগের তুলনায় বেশ খানিকটা বেড়ে যায় ।
তবে বাচ্চার যদি শরীর খারাপ থাকে সেক্ষেত্রে বাচ্চার কান্নার পরিমাণটা আগের তুলনায় বেশ খানিকটা বেড়ে যায় ।
advertisement
advertisement
advertisement