Parenting Tips: বাচ্চা কোলে নিলেই চুপ, নামিয়ে দিলেই শুরু কান্না! সন্তানের মন বুঝুন বাবা-মায়েরা
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
East Bardhaman News: ছোট বাচ্চাকে বিছানায় শুইয়ে দেওয়া হলে তারা কান্না শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ যদি তাকে আবার কোলে তুলে নেওয়া হয় তাহলে সেই বাচ্চা চুপ করে যায়। জানেন কী কারণ রয়েছে এর পিছনে ?
ছোট বাচ্চাকে বিছানায় শুয়ে দেওয়া হলে তারা কাঁদতে করতে শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ যদি তাদের আবার কোলে তুলে নেওয়া হয় তাহলে সেই বাচ্চা চুপ করে যায়। জানেন কী কারণ রয়েছে এর পিছনে? কী কারণে হয় এমনটা ? (বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
ডক্টর মিল্টন বিশ্বাস এই প্রসঙ্গে জানান, বাচ্চারা যে কাঁদে এটা প্রত্যেক মা-বাবার জন্যই খুবই কষ্টকর একটা ব্যাপার। তবে এই বিষয়টা নিয়ে চিন্তার বিশেষ কোনও কারণ নেই । কান্নার এই বিষয়টা প্রত্যেকটা বাচ্চার একটা নরমাল ডেভেলপমেন্টাল ফেজ।
advertisement
বাচ্চারা সাধারণত যে কান্নাকাটি করে তাকে শেপারেশন অ্যাংজাইটি বলা হয়। অর্থাৎ বাচ্চাকে যখন তার মা বাবা বা পরিবারের আপনজনের থেকে আলাদা করা হয় ,তখন সেই বাচ্চার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয় । অর্থাৎ সেই বাচ্চাটি রেগে গিয়ে সেই মুহূর্তে কেঁদে ওঠে।
advertisement
এক্ষেত্রে যেটা সমস্যা হয় সেটা হল, প্রত্যেকটা বাচ্চা তার মা-বাবা এবং পরিবারের সঙ্গে অনেকটা বেশি সময় কাটায় এবং বাচ্চাটাকে যখন তার মা বাবার কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেওয়া হচ্ছে তখন সে তার বাবা-মা অথবা পরিবারের আত্মীয়দের গায়ের গন্ধ এবং তাদের স্পর্শ মিস করতে শুরু করে । তখনই সেই বাচ্চা কাঁদে৷ সেই বাচ্চাকে যখনই আবার বিছানা থেকে তুলে কোলে নেওয়া হয় তখন সেই বাচ্চা কান্না থামিয়ে দেয় ।
advertisement
advertisement
