Kitchen Tips: কালো হয়ে গিয়েছে পুরনো লোহার কড়াই? এই ঘরোয়া উপায়েই হয়ে উঠবে নতুনের মতো চকচকে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করলেই দূর হবে এই সমস্যা। এমনকি বছরের পর বছর ধরে কালো হয়ে যাওয়া একটি পাত্রও কয়েক মিনিটের মধ্যে পুরোপুরি জ্বলে উঠবে।
advertisement
advertisement
advertisement
advertisement
ডিটারজেন্ট পাউডার-বেকিং সোডা: এই পদ্ধতিতে পরিষ্কার করার জন্যেও চাই একটি বড় পাত্র। একটি বড় এবং গভীর পাত্রে জল ভালভাবে গরম করুন। তারপর এতে এক চামচ ডিটারজেন্ট পাউডার ও এক চামচ বেকিং সোডা দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিন। তারপর কড়াইটি এই পাত্রে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর ভাল করে ঘষলেই উঠে যাবে সমস্ত কালো দাগ।
advertisement
লেবু-ভিনিগার: লোহার কড়াইয়ের কালো দাগ দূর করার জন্য ভিনিগার এবং লেবু রসের ভিনিগার করতে পারেন। এর জন্যেও একইভাবে একটি বড় পাত্রে জল গরম করে নিন। এই গরম জলে ভিনিগার এবং লেবুর রস মিশিয়ে কড়াইটি ডুবিয়ে দিন। ১০ মিনিট পর কড়াই তুলে নিন। এবং পরিষ্কার করুন। পরিষ্কার করার জন্য পুরনো টুথপেস্টকে ব্যবহার করতে পারেন৷
advertisement
বেকিং সোডা-লেবুর রস: কালো হয়ে যাওয়া লোহার কড়াই পরিষ্কার করতে বেকিং সোডা এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। এর জন্য, প্রথমে লোহার কড়াই স্বাভাবিক উপায়ে পরিষ্কার করুন। তারপর জল ভর্তি করে গ্যাসে রেখে গরম করুন। এবার এই জলে এক চা চামচ বেকিং সোডা ও একটি লেবুর রস মিশিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিন। তারপর জল ফেলে দিন এবং ডিশ সোপ ও স্ক্রাবারের সাহায্যে কড়াইটি পরিষ্কার করুন।