Kitchen Hacks: বাসন মাজলেই হাতে চুলকানি বা খসখসে ভাব? জানুন যত্নের টিপস

Last Updated:
Kitchen Hacks: শীতকালে বেশি জল ঘাঁটলে হাত শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় এবং মাঝে মাঝে চুলকানি অনুভব হয়। মূলত নিয়মিত থালা-বাসন ধুয়ে থাকলে বাড়িতে এই সমস‍্যাগুলি হয়।
1/6
শীতকালে বেশি জল ঘাঁটলে হাত শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় এবং মাঝে মাঝে চুলকানি অনুভব হয়। মূলত নিয়মিত থালা-বাসন ধুয়ে থাকলে বাড়িতে এই সমস‍্যাগুলি হয়।
শীতকালে বেশি জল ঘাঁটলে হাত শুকিয়ে যায়, রুক্ষ হয়ে যায় এবং মাঝে মাঝে চুলকানি অনুভব হয়। মূলত নিয়মিত থালা-বাসন ধুয়ে থাকলে বাড়িতে এই সমস‍্যাগুলি হয়।
advertisement
2/6
কিছু মানুষের ত্বক সংবেদনশীল এবং তরল সাবানে উপস্থিত রাসায়নিকগুলির ফলে জ্বালা সৃষ্টি করতে পারে। তাই, বাসন মাজার সময় সহজ টিপসগুলো মাথায় রাখলে দারুণ কাজে হবে।
কিছু মানুষের ত্বক সংবেদনশীল এবং তরল সাবানে উপস্থিত রাসায়নিকগুলির ফলে জ্বালা সৃষ্টি করতে পারে। তাই, বাসন মাজার সময় সহজ টিপসগুলো মাথায় রাখলে দারুণ কাজে হবে।
advertisement
3/6
১. এক জোড়া মোটা ডিশ গ্লাভসঃবাসন মাজার সময় হাতে মোটা ডিশ গ্লাভস পরতে হবে। যাতে থালা ধোয়ার সাবান হাতের সংস্পর্শে না আসে। তবে এই গ্লাভস কিন্তু দারুন কাজ করে। হাতে এক বিন্দু সাবান লাগবে না। ফলে হাত শুকিয়ে যাওয়া বা চুলকানি হওয়ার সম্ভবনা থাকবে না।
১. এক জোড়া মোটা ডিশ গ্লাভসঃবাসন মাজার সময় হাতে মোটা ডিশ গ্লাভস পরতে হবে। যাতে থালা ধোয়ার সাবান হাতের সংস্পর্শে না আসে। তবে এই গ্লাভস কিন্তু দারুন কাজ করে। হাতে এক বিন্দু সাবান লাগবে না। ফলে হাত শুকিয়ে যাওয়া বা চুলকানি হওয়ার সম্ভবনা থাকবে না।
advertisement
4/6
২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন বাসন মাজার আগেঃপাত্র ধুতে যাওয়ার আগে, ময়েশ্চারাইজারের একটি পুরু স্তর হাতে প্রয়োগ করুন। বিশেষত এমন কিছু যাতে শিয়া বাটার থাকে। ফলে অতিরিক্ত জল আর সাবান হাতে লাগলেও কোন ভয় নেই। তাছাড়া এতে করে হাত যথেষ্ট নরম ও সুন্দর থাকে।
২. ময়েশ্চারাইজার ব্যবহার করুন বাসন মাজার আগেঃপাত্র ধুতে যাওয়ার আগে, ময়েশ্চারাইজারের একটি পুরু স্তর হাতে প্রয়োগ করুন। বিশেষত এমন কিছু যাতে শিয়া বাটার থাকে। ফলে অতিরিক্ত জল আর সাবান হাতে লাগলেও কোন ভয় নেই। তাছাড়া এতে করে হাত যথেষ্ট নরম ও সুন্দর থাকে।
advertisement
5/6
৩. গরম জল ব্যবহার করুনঃবাসন ধোয়ার পরে ভাল করে হালকা গরম জলে হাত ধুয়ে নিন। তারপর হাত মুছে একদম শুকিয়ে নেবেন। যেকোনও ক্রিম হাতে লাগিয়ে ভাল করে ঘষে নিন। দেখবেন হাত শুষ্ক হচ্ছে না বা চুলকাচ্ছে না। রোজ গাদা গাদা ঘরের বাসন মাজার পর শীতকালে তো এটা করলে আরাম পাবেন।
৩. গরম জল ব্যবহার করুনঃবাসন ধোয়ার পরে ভাল করে হালকা গরম জলে হাত ধুয়ে নিন। তারপর হাত মুছে একদম শুকিয়ে নেবেন। যেকোনও ক্রিম হাতে লাগিয়ে ভাল করে ঘষে নিন। দেখবেন হাত শুষ্ক হচ্ছে না বা চুলকাচ্ছে না। রোজ গাদা গাদা ঘরের বাসন মাজার পর শীতকালে তো এটা করলে আরাম পাবেন।
advertisement
6/6
অনেকেই, পেট্রোলিয়াম জেলির আশ্রয় নেয় শুষ্কতাকে কাটানোর জন্য। যদিও এটি ক্ষণস্থায়ী সুরক্ষা প্রদান করতে পারে, কিন্তু ত্বকের ক্ষতি করে। এটি দীর্ঘমেয়াদে শুষ্কতাকে কমায় না বরং ত্বকে খারাপ করে।
অনেকেই, পেট্রোলিয়াম জেলির আশ্রয় নেয় শুষ্কতাকে কাটানোর জন্য। যদিও এটি ক্ষণস্থায়ী সুরক্ষা প্রদান করতে পারে, কিন্তু ত্বকের ক্ষতি করে। এটি দীর্ঘমেয়াদে শুষ্কতাকে কমায় না বরং ত্বকে খারাপ করে।
advertisement
advertisement
advertisement