Kidney Stones: তলপেটে অসহ্য ব্যথা! কিডনি স্টোন হয়নি তো! এই কয়েকটা নিয়ম মানলেই মিলবে মুক্তি! জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Kidney Stones: কিডনি স্টোন হলে কী করে বুঝবেন? কী করে আটকাবেন কিডনিতে স্টোন হওয়া? চিকিৎসাই বা কী? জানুন বিস্তারিত
advertisement
কিডনি স্টোন সাধারণত আমাদের কিছু ভুলের জন্যই তৈরি হয়! কিডনিতে স্টোন হলে অসহ্য পেটে ব্যথা করবে। পেইন কিলারেও সে ব্যথা কমবে না! প্রস্রাব করতে গেলে সমস্যা হবে। এমনকি প্রস্রাবের সময়ও পেট ব্যথা করতে পারে! এত ভয়ানক ব্যথা যে একমাত্র উপায় অপারেশন। তবে অপারেশন কিডনি স্টোনের সাইজের উপর নির্ভর করে। খুব ছোট স্টোন হলে ওষুধে কাজ হয়। তবে ছোট অবস্থায় স্টোনের ব্যথা কিন্তু বেশি হয় না! কীভাবে বাঁচবেন এই স্টোনের হাত থেকে? জানুন(photo source collected)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রস্রাবে অ্যাসিডের মাত্রা বাড়লে কিডনিতে ক্যালশিয়াম অক্সালেট স্টোন এবং ইউরিক অ্যাসিড স্টোন জমা হওয়ার আশঙ্কা বাড়ে! তাই অতিরিক্ত পরিমাণে প্রাণীজ প্রোটিন না খাওয়াই ভাল! অতিরিক্ত মাংস, রেড মিট এসব না খাওয়াই ভাল! (Dsclaimer: মনে রাখতে হবে এই প্রতিবেদন সাধারণ তথ্যের জন্য! যেকোনও অসুবিধায় আগে ডাক্তারের পরামর্শ নেবেন!)