Kidney Problems: শরীর দিচ্ছে সঙ্কেত ! এই ৮ লক্ষণ মানেই হতে পারে কিডনির সমস্যা, সময় থাকতে সতর্ক হন

Last Updated:
Kidney Problems: জীবনযাত্রার ধরণ ইদানীং আমূল বদলে গিয়েছে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে আসক্তি বেড়েছে। এতে কিডনির ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। সময়ের সঙ্গে সঙ্গে কিডনির পরিশোধন ক্ষমতাও দুর্বল হয়। এক পর্যায়ে বিকল হতে শুরু করে কিডনি।
1/12
কিডনি মূলত ছাঁকনির কাজ করে। রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল ছেঁকে ফেলে দেয়। শরীরে জল, লবণ এবং খনিজের ভারসাম্য বজায় রাখে। এর ফলে স্নায়ু, পেশি এবং অন্যান্য টিস্যু সঠিকভাবে কাজ করতে পারে। Representative Image
কিডনি মূলত ছাঁকনির কাজ করে। রক্ত থেকে বর্জ্য এবং অতিরিক্ত তরল ছেঁকে ফেলে দেয়। শরীরে জল, লবণ এবং খনিজের ভারসাম্য বজায় রাখে। এর ফলে স্নায়ু, পেশি এবং অন্যান্য টিস্যু সঠিকভাবে কাজ করতে পারে। Representative Image
advertisement
2/12
জীবনযাত্রার ধরণ ইদানীং আমূল বদলে গিয়েছে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে আসক্তি বেড়েছে। এতে কিডনির ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। সময়ের সঙ্গে সঙ্গে কিডনির পরিশোধন ক্ষমতাও দুর্বল হয়। এক পর্যায়ে বিকল হতে শুরু করে কিডনি। Representative Image
জীবনযাত্রার ধরণ ইদানীং আমূল বদলে গিয়েছে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুডে আসক্তি বেড়েছে। এতে কিডনির ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। সময়ের সঙ্গে সঙ্গে কিডনির পরিশোধন ক্ষমতাও দুর্বল হয়। এক পর্যায়ে বিকল হতে শুরু করে কিডনি। Representative Image
advertisement
3/12
কিডনি হঠাৎ করে খারাপ হয় না। সমস্যা দেখা দেওয়া মাত্র শরীরকে সঙ্কেত পাঠাতে শুরু করে। কিন্তু লক্ষণগুলো জানা না থাকায় বোঝা সম্ভব হয় না। এখানে কিডনি ড্যামেজের কিছু সাধারণ লক্ষণ দেওয়া হল। সময় থাকতে সতর্ক না হলে কিডনি ফেলিওর হতে পারে। Representative Image
কিডনি হঠাৎ করে খারাপ হয় না। সমস্যা দেখা দেওয়া মাত্র শরীরকে সঙ্কেত পাঠাতে শুরু করে। কিন্তু লক্ষণগুলো জানা না থাকায় বোঝা সম্ভব হয় না। এখানে কিডনি ড্যামেজের কিছু সাধারণ লক্ষণ দেওয়া হল। সময় থাকতে সতর্ক না হলে কিডনি ফেলিওর হতে পারে। Representative Image
advertisement
4/12
পা ফোলা: ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, কিডনি বিকল হলে পা ফুলে যায়। আসলে কিডনির কাজ করার ক্ষমতা কমে গেলে হিমোগ্লোবিনের মাত্রা বদলে যায়। এর প্রভাব পড়ে পায়ে। Representative Image
পা ফোলা: ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে, কিডনি বিকল হলে পা ফুলে যায়। আসলে কিডনির কাজ করার ক্ষমতা কমে গেলে হিমোগ্লোবিনের মাত্রা বদলে যায়। এর প্রভাব পড়ে পায়ে। Representative Image
advertisement
5/12
ঘন ঘন প্রস্রাব: কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। কিন্তু কিডনি দুর্বল হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হয়। এমনকী প্রস্রাবের পরিমাণ, রঙ এবং গন্ধও বদলে যেতে পারে। Representative Image
ঘন ঘন প্রস্রাব: কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। কিন্তু কিডনি দুর্বল হয়ে গেলে ঘন ঘন প্রস্রাব হয়। এমনকী প্রস্রাবের পরিমাণ, রঙ এবং গন্ধও বদলে যেতে পারে। Representative Image
advertisement
6/12
ক্ষুদামন্দা: কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে ক্ষতিকর পদার্থ জমতে শুরু করে। এ থেকে বমি বমি ভাব হয়। খাবারে অরুচি দেখা দেয়। অনেক সময় পেটেও অস্বস্তি হয়। Representative Image
ক্ষুদামন্দা: কিডনি সঠিকভাবে কাজ না করলে শরীরে ক্ষতিকর পদার্থ জমতে শুরু করে। এ থেকে বমি বমি ভাব হয়। খাবারে অরুচি দেখা দেয়। অনেক সময় পেটেও অস্বস্তি হয়। Representative Image
advertisement
7/12
শ্বাসকষ্ট: সবসময় যে হৃদরোগের কারণে শ্বাসকষ্ট হবে তা কিন্তু নয়। কিডনি ঠিকমতো বর্জ্য অপসারণ করতে না পারলে এই বিষাক্ত পদার্থ ফুসফুসে পৌঁছে যায়। তখন শ্বাস নিতে কষ্ট হয়। Representative Image
শ্বাসকষ্ট: সবসময় যে হৃদরোগের কারণে শ্বাসকষ্ট হবে তা কিন্তু নয়। কিডনি ঠিকমতো বর্জ্য অপসারণ করতে না পারলে এই বিষাক্ত পদার্থ ফুসফুসে পৌঁছে যায়। তখন শ্বাস নিতে কষ্ট হয়। Representative Image
advertisement
8/12
অতিরিক্ত ক্লান্তি: কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। তখন চরম ক্লান্তি গ্রাস করে। কিডনি ফেইলিওরের ফলে রক্তে টক্সিনের মাত্রা বেড়ে গিয়েও অবসন্নতা সৃষ্টি করে। Representative Image
অতিরিক্ত ক্লান্তি: কিডনি ক্ষতিগ্রস্ত হলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে। তখন চরম ক্লান্তি গ্রাস করে। কিডনি ফেইলিওরের ফলে রক্তে টক্সিনের মাত্রা বেড়ে গিয়েও অবসন্নতা সৃষ্টি করে। Representative Image
advertisement
9/12
শুষ্ক ত্বক: কিডনি বিকল হলে অধিকাংশ সময়ই রোগীর ইউরেমিক প্রুরিটাস হয়। রক্তে ক্ষতিকর খনিজ জমে ত্বক শুষ্ক হয়ে ওঠে। চুলকানিও হয়। Representative Image
শুষ্ক ত্বক: কিডনি বিকল হলে অধিকাংশ সময়ই রোগীর ইউরেমিক প্রুরিটাস হয়। রক্তে ক্ষতিকর খনিজ জমে ত্বক শুষ্ক হয়ে ওঠে। চুলকানিও হয়। Representative Image
advertisement
10/12
অ্যানিমিয়া: কিডনি ঠিকমতো কাজ না করলে ইরিথ্রোপোয়েটিন হরমোনের উৎপাদন কমে যায়, যা লোহিত রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজনীয়। এর ফলে অ্যানিমিয়া দেখা দিতে পারে। Representative Image
অ্যানিমিয়া: কিডনি ঠিকমতো কাজ না করলে ইরিথ্রোপোয়েটিন হরমোনের উৎপাদন কমে যায়, যা লোহিত রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজনীয়। এর ফলে অ্যানিমিয়া দেখা দিতে পারে। Representative Image
advertisement
11/12
ঘুমের সমস্যা: কিডনি ঠিকমতো ছাঁকনির কাজ না করলে শরীরে টক্সিন জমতে থাকে। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। এমনকী অনিদ্রার মতো সমস্যাও দেখা দেয়। Representative Image
ঘুমের সমস্যা: কিডনি ঠিকমতো ছাঁকনির কাজ না করলে শরীরে টক্সিন জমতে থাকে। ফলে ঘুমের ব্যাঘাত ঘটে। এমনকী অনিদ্রার মতো সমস্যাও দেখা দেয়। Representative Image
advertisement
12/12
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement