Tok Dal Benefits: হজমে উপকারী, কাটবে ক্লান্তি ও অরুচি! গরমে রোজ দুপুরে ভাতের পাতে রাখুন টকডাল

Last Updated:
Tok Dal Benefits: প্রচন্ড গরম আর এই গরমে খাদ্য তালিকায় প্রয়োজনীয় খাবার খাওয়া উচিত। তবে প্রতিদিনের খাদ্য তালিকায় যাই থাকুক না কেন শরীর কে সুস্থ রাখতে মেনুতে রাখুন টক ডাল। 
1/5
গরমে খাদ্য তালিকায় প্রয়োজনীয় খাবার খাওয়া উচিত। তবে প্রতিদিনের খাদ্য তালিকায় যাই থাকুক না কেন শরীরকে সুস্থ রাখতে মেনুতে রাখুন টক ডাল। (প্রতিবেদন : সুমন সাহা)
গরমে খাদ্য তালিকায় প্রয়োজনীয় খাবার খাওয়া উচিত। তবে প্রতিদিনের খাদ্য তালিকায় যাই থাকুক না কেন শরীরকে সুস্থ রাখতে মেনুতে রাখুন টক ডাল। (প্রতিবেদন : সুমন সাহা)
advertisement
2/5
গরমে দুপুরের খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাদ্য খাওয়া উচিত। গরমের জেরে খাবার না খেলে শরীরের জন্য আরও কিন্তু ক্ষতিকর। তবে এই গরমে অতিরিক্ত তেল মশলা ‌যুক্তখাবার একদমই খাবেন না।
গরমে দুপুরের খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাদ্য খাওয়া উচিত। গরমের জেরে খাবার না খেলে শরীরের জন্য আরও কিন্তু ক্ষতিকর। তবে এই গরমে অতিরিক্ত তেল মশলা ‌যুক্তখাবার একদমই খাবেন না।
advertisement
3/5
প্রতিদিন হালকা খাবার খান। একটু টকের ডাল খাবেন। তাতে আপনার শরীরে অনেকটাই উপকারে আসবে। তার সঙ্গে প্রতিদিন প্রচুর পরিমাণে তরমুজ জামরুল এই ধরনের ফল খান।
প্রতিদিন হালকা খাবার খান। একটু টকের ডাল খাবেন। তাতে আপনার শরীরে অনেকটাই উপকারে আসবে। তার সঙ্গে প্রতিদিন প্রচুর পরিমাণে তরমুজ জামরুল এই ধরনের ফল খান।
advertisement
4/5
প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লিটার করে জল খেতে হবে এবং বিভিন্ন ধরনের ঘরের তৈরি শরবত খান। তবে চা বেশি পরিমাণে খাবেন না।
প্রতিদিন তিন থেকে সাড়ে তিন লিটার করে জল খেতে হবে এবং বিভিন্ন ধরনের ঘরের তৈরি শরবত খান। তবে চা বেশি পরিমাণে খাবেন না।
advertisement
5/5
বিশিষ্ট চিকিৎসকদের মতে মসুর ডাল দিয়ে কাঁচা আমের টক ডাল এই গরমে হজমের জন্য উপকারী এবং গরমের ক্লান্তি ভাব ও এবং মুখের অরুচি ভাব কাটাতে একমাত্র এই টক ডালে আছে এই উপকার।
বিশিষ্ট চিকিৎসকদের মতে মসুর ডাল দিয়ে কাঁচা আমের টক ডাল এই গরমে হজমের জন্য উপকারী এবং গরমের ক্লান্তি ভাব ও এবং মুখের অরুচি ভাব কাটাতে একমাত্র এই টক ডালে আছে এই উপকার।
advertisement
advertisement
advertisement