Vastu Tips: বাড়িতে এই গাছ লাগান, জীবনে আসবে সৌভাগ্য, অভাব হবে না কোনও কিছুর
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
Vastu Tips: গরমে তাপ থেকে মুক্তি পেতে এবং বিশুদ্ধ অক্সিজেনের জন্য অনেকেই বাড়িতে নানারকমের গাছপালা লাগান।
advertisement
advertisement
advertisement
২৪ ঘণ্টা বিশুদ্ধ অক্সিজেন প্রদান করে: মোরাদাবাদের একটি নার্সারির কর্মী নেক সিং বলছেন, গ্রীষ্মকালেই স্নেক প্ল্যান্ট সবচেয়ে বেশি বিক্রি হয়। ২৪ ঘণ্টা অক্সিজেন সরবরাহ করে। অপরিষ্কার বাতাস ঘরের বাইরে বের করে দেয়। তাই উপকার অনেক। তিনি জানান, ছোট থেকে নার্সারিতে কাজ করছেন। তখন থেকেই দেখছেন, গরম পড়লে স্নেক প্ল্যান্টের বিক্রি বেড়ে যায়।
advertisement
advertisement
স্নেক প্ল্যান্ট সৌভাগ্য নিয়ে আসে: অনেকেই জানেন না, বাস্তুশাস্ত্রেও স্নেক প্ল্যান্টের আলাদা গুরুত্ব রয়েছে। ঘরে স্নেক প্ল্যান্ট লাগালে শুধু পরিবেশের গুণগত মান বৃদ্ধি পায় তাই নয়, এই গাছ সৌভাগ্যও বয়ে আনে। বাস্তু মতে, ঘরের দক্ষিণ, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে স্নেক প্ল্যান্ট রাখা উচিত। এটা ইতিবাচক শক্তিতে আকর্ষণ করে। পরিবারে শান্তি বজায় থাকে।
