Kebab: মাত্র ৬০ টাকা! কাবাব খেতে চাইলে চলে আসুন এখানে! একদম সাধ‍্যের মধ‍্যে

Last Updated:
মনটা কাবাব খেতে চাইছে? আবার স্বাদ চাই অনেক রকম? পকেটের চাপ নিয়ে ভাবছেন? তাহলে চলে আসুন দুর্গাপুরের হস্টেল এভিনিউ।
1/5
মনটা কাবাব খেতে চাইছে? আবার স্বাদ চাই অনেক রকম? পকেটের চাপ নিয়ে ভাবছেন? তাহলে চলে আসুন দুর্গাপুরের হোস্টেল এভিনিউ।
মনটা কাবাব খেতে চাইছে? আবার স্বাদ চাই অনেক রকম? পকেটের চাপ নিয়ে ভাবছেন? তাহলে চলে আসুন দুর্গাপুরের হোস্টেল এভিনিউ।
advertisement
2/5
দুর্গাপুর হোস্টেল এভিনিউতে রয়েছে গ্রিলস অন হুইলস। যেখানে একাধিক রকমের কাবাব নিয়ে প্রত্যেকদিন বিকাল বেলায় হাজির হন বাইকার কাবাবওয়ালা।
দুর্গাপুর হোস্টেল এভিনিউতে রয়েছে গ্রিলস অন হুইলস। যেখানে একাধিক রকমের কাবাব নিয়ে প্রত্যেকদিন বিকাল বেলায় হাজির হন বাইকার কাবাবওয়ালা।
advertisement
3/5
এখানে আপনি পেয়ে যাবেন চিকেন টিক্কা, আফগানি টিক্কা, হারিয়ালি কাবাব, রেশমী কাবাব, টেংরি কাবাব ইত্যাদি। যেগুলি তৈরি করা হবে আপনার চোখের সামনে আর সার্ভ করা হবে গরম গরম।
এখানে আপনি পেয়ে যাবেন চিকেন টিক্কা, আফগানি টিক্কা, হারিয়ালি কাবাব, রেশমী কাবাব, টেংরি কাবাব ইত্যাদি। যেগুলি তৈরি করা হবে আপনার চোখের সামনে আর সার্ভ করা হবে গরম গরম।
advertisement
4/5
এছাড়াও একাধিক রকমের কাবাব আপনি এখানে পাবেন। এখানে কাবাবের দাম শুরু হয় ৬০ টাকা থেকে। সব ধরনের কাবাবই আপনি পকেটফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। স্বাদও দুর্দান্ত, মত ক্রেতাদের।
এছাড়াও একাধিক রকমের কাবাব আপনি এখানে পাবেন। এখানে কাবাবের দাম শুরু হয় ৬০ টাকা থেকে। সব ধরনের কাবাবই আপনি পকেটফ্রেন্ডলি দামে পেয়ে যাবেন। স্বাদও দুর্দান্ত, মত ক্রেতাদের।
advertisement
5/5
বিক্রেতা উত্তম কালিন্দী বলছেন, প্রতিদিন বিকেলে হোস্টেলে এভিনিউতে তিনি তার বাইক শপ নিয়ে হাজির হয়ে যান। দোকান খোলা মাত্রই ভিড় জমতে শুরু করে ক্রেতাদের। সন্ধ্যেবেলায় জমজমাট হয়ে আসর।
বিক্রেতা উত্তম কালিন্দী বলছেন, প্রতিদিন বিকেলে হোস্টেলে এভিনিউতে তিনি তার বাইক শপ নিয়ে হাজির হয়ে যান। দোকান খোলা মাত্রই ভিড় জমতে শুরু করে ক্রেতাদের। সন্ধ্যেবেলায় জমজমাট হয়ে আসর।
advertisement
advertisement
advertisement