Kaushiki Amavasya Bhog at Tarapith Temple: ভাত, লুচি, পোড়া শোলমাছ...কৌশিকী অমাবস্যায় দেবীকে কী কী ভোগ নিবেদন করা হয় তারাপীঠে, জানুন এই পুণ্যতিথিতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kaushiki Amavasya Bhog at Tarapith Temple:পুণ্যতিথির দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে তারা মাকে। এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে।
তন্ত্রসাধকদের কাছে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ৷ তারাপীঠে এই পুণ্যতিথিতে উপচে পড়ে ভক্তদের ভিড়৷ নিবেদন করা হয় বিশেষ ভোগপ্রসাদ৷
advertisement
পুণ্যতিথির দুপুরে বিশেষ অন্নভোগ নিবেদন করা হবে তারা মাকে। এদিন, চারভাগে দেবীকে ভোগ দেওয়া হয়। সকাল,দুপুর,সন্ধ্যা এবং রাত্রে।
advertisement
কৌশিকী অমাবস্যায় দুপুরে সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস নিবেদন করা হয় দেবীকে৷ সঙ্গে থাকে ১১ রকম ভাজা ও পোড়া শোলমাছ, ৫ রকমের মাছভাজা, চাটনি ও পায়েস৷
advertisement
কৌশিকী অমাবস্যায় সান্ধ্যভোগে সাধারণত থাকে লুচি, সুজি, ৫ রকম ফল, ৫ রকম মিষ্টি, ক্ষীর এবং শীতলভোগ৷
advertisement