Kareena Kapoor Khan: করিনা কাপুর খানের মতো নিখুঁত 'স্মোকি আই' চাই? রইল প্রয়োজনীয় মেকআপ টিপস!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Kareena Kapoor Khan: করিনার মতোই স্মোকি আই মেকআপ করা খুব একটা কঠিন নয়। রইল সেই সংক্রান্ত কয়েকটি জরুরি টিপস।
ফ্যাশন ও মেকআপ দুনিয়ায় কিছু কিছু বিষয় থাকে যা কখনওই পুরনো হয় না। যেমন স্মোকি আই। এর আবেদন চিরন্তন আর বেশিরভাগ পোশাক ও লুকের সঙ্গে মানিয়ে যায়। বলিউডে এই স্মোকি আইকে প্রায় স্টেটমেন্টের পর্যায়ে নিয়ে গিয়েছেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। পাশ্চাত্য থেকে ভারতীয়, সব রকমের পোশাকের সঙ্গেই তিনি স্মোকি আই মেকআপ করে থাকেন। করিনার মতোই স্মোকি আই মেকআপ করা খুব একটা কঠিন নয়। রইল সেই সংক্রান্ত কয়েকটি জরুরি টিপস।
advertisement
advertisement
advertisement
সঠিক আইলাইনার বেছে নিতে হবে সুন্দর স্মোকি আই মেকআপের জন্য সঠিক আইলাইনার বেছে নেওয়া বাঞ্ছনীয়। এমন আইলাইনার বেছে নিতে হবে যার ফিনিশ স্মুদ হয়। এর জন্য নরম জেল আইলাইনার বেছে নিতে হবে। কারণ এই জাতীয় আইলাইনার সহজে মিশিয়ে দেওয়া যায়। এছাড়া জেল আইলাইনারে প্রতিবারে একই রকম ঘনত্ব পাওয়া যায় যা পেনসিল আইলাইনারে সম্ভব নয়।
advertisement
রঙ নিয়ে পরীক্ষা এমনিতে স্মোকি আই মেকআপ করলে ধূসর ও কালো এই দুটো রঙই বেছে নেওয়া হয়।তবে মাঝেমধ্যে একটু বোহো লুক পেতে অন্যান্য রঙ ব্যবহার করলেও দোষের কিছু নেই। বেগুনি বা সবুজের মতো ছক ভাঙা উজ্জ্বল রঙও ব্যবহার করা যায়। তবে যে কোনও রঙ ব্যবহার করার আগে নিজের স্কিন টোনের সঙ্গে তা কতটা মানানসই একবার দেখে নিলে ভালো হয়।
advertisement