Job Interview Tips: চাকরির ইন্টারভিউতে বারে বারে অসফল হচ্ছেন? এই সহজ টিপস জানলেই হবেন সফল
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Job Interview Tips: চাকরির ইন্টারভিউ দিতে গেলে মাথায় রাখতে হবে সহজ কয়েকটা বিষয়! জানুন বিশেষজ্ঞর মত
একটা প্রবাদ আছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু সেই গাড়ি চড়তে গেলেও যে আপনাকে পরীক্ষা দিতে হবে! কী অবাক হচ্ছেন ভাবছেন তো যে, আবার কোন পরীক্ষার কথা বলছি, বলছি চাকরির পরীক্ষার কথা মানে মৌখিক পরীক্ষা অথবা ইন্টারভিউ। লেখাপড়া শেষ করে চাকরি জীবনে প্রবেশের মুখের দরজাটির নাম হচ্ছে ইন্টারভিউ। ঘাবড়ে যাবেন না কিছু ব্যাপার মাথায় রাখলেই এই ইন্টারভিউ শব্দটাই আপনার জীবনের প্রিয় একটি শব্দ হতে পারে।
advertisement
advertisement
যেদিন আপনি ইন্টারভিউ এর জন্য উপস্থিত হবেন, তার আগের দিন সেই কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে গুগল। কোম্পানির নাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন যাবতীয় তথ্য। তাই বলে সবকিছু মুখস্ত করে ফেলতে হবে তা কিন্তু নয়। অন্তত কোম্পানির সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু নিয়ে রাখতে পারেন।
advertisement
advertisement
এবার আসি পোশাকের ব্যাপারে। অনেকেই আছেন খুব সাধারণ পোশাক আর স্যান্ডেল পরেই চলে যান ইন্টারভিউ দিতে। এই কাজটি করবেন না, খুব অসাধারণ কোনও পোশাক পরতে হবে তা নয়, তবে পোশাক অবশ্যই মার্জিত এবং রুচিশীল হতে হবে আর সঙ্গে আপনার পায়ের জুতোটিও। এলোমেলো চুলে কখনওই ইন্টারভিউ দিতে যাওয়া উচিৎ নয়। মনে রাখবেন, একজন পরিপাটি মানুষকে দেখতে সবাই পছন্দ করে।
advertisement
সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে ইন্টারভিউ বোর্ডকে ফেস করতে হবে। ভয় পাবেন না, মনে রাখবেন আপনি আপনার যোগ্যতাতেই পড়াশোনা শেষ করে আজকে চাকরির জন্য চেষ্টা করছেন। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছেন বিশিষ্ট শিক্ষক চিত্তরঞ্জন নস্কর! তিনি বলেন, ইন্টারভিউ খারাপ হলে কষ্ট পাবেন না। চেষ্টা করতে থাকুন সাফল্য আপনার আসবেই।