Jaggery (Gur) in Blood Sugar: চিনি তো নয় বাদ দিলেন! কিন্তু গুড় কি ব্লাড সুগারে খাওয়া যায়, নলেন-পাটালি দাঁতে কাটলেই চড়চড়িয়ে বাড়বে ডায়াবেটিস, জানুন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Jaggery (Gur) in Blood Sugar:মিষ্টি স্বাদের গুড় কি ব্লাড সুগারে খাওয়া যায়? গুড় খেলে ডায়াবেটিস কতটা বাড়ে? এই দ্বন্দ্ব চলতেই থাকে।
advertisement
advertisement
১০০ গ্রাম গুড়ে ৩৮৩ ক্যালোরি, ৬৫ থেকে ৮৫ শতাংশ সুক্রোজ থাকে এবং ১০ থেকে ১৫ শতাংশ ফ্রুকটোজ ও গ্লুকোজ থাকে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের শরীরে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গুড় খেলে ডায়াবেটিস রোগীদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে। এ কারণে এটি চিনির মতোই ক্ষতিকর ডায়াবেটিক রোগীদের জন্য।গুড় খেলে রক্তের শর্করা তাৎক্ষণিক ভাবে খুব বেড়ে যায়।
advertisement
ডায়াবেটিক রোগীর রোজের ডায়েটে গুড় থাকলে কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এমনকি শরীরের অন্যান্য অঙ্গও বিকল হয়ে যেতে পারে। চিনি এবং আখের গুড়ের ক্ষেত্রে উভয়ই একই উৎস থেকে প্রাপ্ত - আখ। এর মানে চিনি এবং গুড় উভয়েরই উচ্চ গ্লাইসেমিক সূচক রয়েছে। ডায়াবেটিস রোগীদের তাদের ডায়েটে অন্তর্ভুক্ত করার আগে বিভিন্ন খাবারের গ্লাইসেমিক সূচক সম্পর্কে সচেতন হওয়া দরকার।
advertisement









