Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোর আগে বাগবাজারের রাজপথ সেজে উঠছে হাতে আঁকা আলপনায়
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Jagaddhatri Puja 2024:চন্দননগরের বাগবাজার সার্বজনীনের রাজপথ সেজে উঠেছে শেথ শুভ্র আলপনায়।
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে বাগবাজার সার্বজনীন এক পূজো উদ্যোক্তা তিনি জানান, আলপনা বাংলার একটি প্রাচীন ঐতিহ্যময় শিল্প। কালের নিয়মে সেই শিল্প আস্তে আস্তে অবলুপ্তির পথে যেতে বসেছিল। সময়ের অভাবে বা অন্যান্য কারণে বাড়ির মা বোনেরা আলপনা আঁকা থেকে বিরত থাকছিলেন সেই সময় বাজারের ব্যাপক আকারে চাহিদা পেরেছিল প্লাস্টিকের রেডিমেড আলপনার। বাগবাজার সার্বজনীন সবসময় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে থাকতে পছন্দ করে। তাই পুজো উদ্যোক্তারা মিলে ঠিক করেন বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা আলপনা প্রতিযোগিতার আয়োজন করবেন।
advertisement