Jagaddhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজোর আগে বাগবাজারের রাজপথ সেজে উঠছে হাতে আঁকা আলপনায় 

Last Updated:
Jagaddhatri Puja 2024:চন্দননগরের বাগবাজার সার্বজনীনের রাজপথ সেজে উঠেছে শেথ শুভ্র আলপনায়।
1/5
জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরের বাগবাজার সার্বজনীনের রাজপথ সেজে উঠেছে শেথ শুভ্র আলপনায়। সেই আলপনা আঁকার জন্য ভিড় বহু মানুষের। কারণ বাগবাজার সার্বজনীনের আলপনা আঁকার প্রতিযোগিতা এতটাই জনপ্রিয় শুধুমাত্র জেলা নয় জেলার বাইরে থেকে বহু সংখ্যক মানুষ আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
জগদ্ধাত্রী পুজোর আগে চন্দননগরের বাগবাজার সার্বজনীনের রাজপথ সেজে উঠেছে শেথ শুভ্র আলপনায়। সেই আলপনা আঁকার জন্য ভিড় বহু মানুষের। কারণ বাগবাজার সার্বজনীনের আলপনা আঁকার প্রতিযোগিতা এতটাই জনপ্রিয় শুধুমাত্র জেলা নয় জেলার বাইরে থেকে বহু সংখ্যক মানুষ আসেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
advertisement
2/5
আজ থেকে প্রায় ১৭ বছর আগে বাগবাজার সার্বজনীন এর ১৭৫ তম বছর যখন ছিল সেই বছর প্রথম শুরু হয় এই অপ্লনা আঁকার প্রতিযোগিতা। প্রথম বছর ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল আলপনা প্রতিযোগিতার। পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে আলপনা প্রতিযোগিতার প্রসার।
আজ থেকে প্রায় ১৭ বছর আগে বাগবাজার সার্বজনীন এর ১৭৫ তম বছর যখন ছিল সেই বছর প্রথম শুরু হয় এই অপ্লনা আঁকার প্রতিযোগিতা। প্রথম বছর ১৫০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয়েছিল আলপনা প্রতিযোগিতার। পরবর্তীতে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে আলপনা প্রতিযোগিতার প্রসার।
advertisement
3/5
এই বছর বাগবাজার সার্বজনীন এর ১৯০ তম বর্ষ। ১৯০ তম বছরে এ বছরের মোট প্রতিযোগী সংখ্যা ছিল ৪০২জন। ৮ থেকে ৮০ পুরুষ থেকে মহিলা সকলেই বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
এই বছর বাগবাজার সার্বজনীন এর ১৯০ তম বর্ষ। ১৯০ তম বছরে এ বছরের মোট প্রতিযোগী সংখ্যা ছিল ৪০২জন। ৮ থেকে ৮০ পুরুষ থেকে মহিলা সকলেই বয়স ধর্ম বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।
advertisement
4/5
এই বিষয়ে বাগবাজার সার্বজনীন এক পূজো উদ্যোক্তা তিনি জানান, আলপনা বাংলার একটি প্রাচীন ঐতিহ্যময় শিল্প। কালের নিয়মে সেই শিল্প আস্তে আস্তে অবলুপ্তির পথে যেতে বসেছিল। সময়ের অভাবে বা অন্যান্য কারণে বাড়ির মা বোনেরা আলপনা আঁকা থেকে বিরত থাকছিলেন সেই সময় বাজারের ব্যাপক আকারে চাহিদা পেরেছিল প্লাস্টিকের রেডিমেড আলপনার। বাগবাজার সার্বজনীন সবসময় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে থাকতে পছন্দ করে। তাই পুজো উদ্যোক্তারা মিলে ঠিক করেন বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা আলপনা প্রতিযোগিতার আয়োজন করবেন।
এই বিষয়ে বাগবাজার সার্বজনীন এক পূজো উদ্যোক্তা তিনি জানান, আলপনা বাংলার একটি প্রাচীন ঐতিহ্যময় শিল্প। কালের নিয়মে সেই শিল্প আস্তে আস্তে অবলুপ্তির পথে যেতে বসেছিল। সময়ের অভাবে বা অন্যান্য কারণে বাড়ির মা বোনেরা আলপনা আঁকা থেকে বিরত থাকছিলেন সেই সময় বাজারের ব্যাপক আকারে চাহিদা পেরেছিল প্লাস্টিকের রেডিমেড আলপনার। বাগবাজার সার্বজনীন সবসময় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে থাকতে পছন্দ করে। তাই পুজো উদ্যোক্তারা মিলে ঠিক করেন বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য তারা আলপনা প্রতিযোগিতার আয়োজন করবেন।
advertisement
5/5
পরবর্তীতে এই প্রতিযোগিতা এতটাই সফলতা পায় এখন তাদের দেখাদেখি চন্দননগরের বিভিন্ন পূজা মন্ডপে আলপনার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এমনকি এই আলপনার প্রতিযোগিতা দেখে কলকাতায় দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় আলপনা দেওয়ার এখন প্রচলন উঠেছে।
পরবর্তীতে এই প্রতিযোগিতা এতটাই সফলতা পায় এখন তাদের দেখাদেখি চন্দননগরের বিভিন্ন পূজা মন্ডপে আলপনার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এমনকি এই আলপনার প্রতিযোগিতা দেখে কলকাতায় দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় আলপনা দেওয়ার এখন প্রচলন উঠেছে।
advertisement
advertisement
advertisement