Itu Puja 2024 Date & Time: এ বছর ইতুপুজো শুরু কবে? ব্রত শেষে বিসর্জনই বা কবে? জানুন ব্রতপালনের নিয়ম ও ফলাফল

Last Updated:
Itu Puja 2024 Date & Time: একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যের আর এক নাম সবিতা৷ এই সবিতারই অপভ্রংশ হল ইতু৷ আবার অন্য মতে ইতুপুজোয় আসলে উপাসন করা হয় ইন্দ্রের
1/8
বাংলা ক্যালেন্ডারে হাজির অগ্রহায়ণ বা অঘ্রাণ মাস৷ একে বলা হয় মার্গশীর্ষ৷ এই মাসের উল্লেখযোগ্য পার্বণ হল ইতু পুজো৷ গ্রামবাংলার লোকজ উৎসবের মধ্যে অন্যতম ইতু পুজো৷
বাংলা ক্যালেন্ডারে হাজির অগ্রহায়ণ বা অঘ্রাণ মাস৷ একে বলা হয় মার্গশীর্ষ৷ এই মাসের উল্লেখযোগ্য পার্বণ হল ইতু পুজো৷ গ্রামবাংলার লোকজ উৎসবের মধ্যে অন্যতম ইতু পুজো৷
advertisement
2/8
একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যের আর এক নাম সবিতা৷ এই সবিতারই অপভ্রংশ হল ইতু৷ আবার অন্য মতে ইতুপুজোয় আসলে উপাসন করা হয় ইন্দ্রের৷
একটি মত বলে ইতু পুজো আসলে সূর্যদেবের পুজো৷ সূর্যের আর এক নাম সবিতা৷ এই সবিতারই অপভ্রংশ হল ইতু৷ আবার অন্য মতে ইতুপুজোয় আসলে উপাসন করা হয় ইন্দ্রের৷
advertisement
3/8
কার্তিক সংক্রান্তিতে (মাসের শেষ দিন) এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে।
কার্তিক সংক্রান্তিতে (মাসের শেষ দিন) এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে।
advertisement
4/8
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছর ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক, শনিবার বা ১৬ নভেম্বর৷ এই ব্রত শেষ হবে ২৯ অগ্রহায়ণ, রবিবার৷ ইংরেজিতে ১৫ ডিসেম্বর৷
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এ বছর ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক, শনিবার বা ১৬ নভেম্বর৷ এই ব্রত শেষ হবে ২৯ অগ্রহায়ণ, রবিবার৷ ইংরেজিতে ১৫ ডিসেম্বর৷
advertisement
5/8
গুপ্তপ্রেস পঞ্জিকা অনযায়ী ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক বা ১৬ নভেম্বর, শনিবার৷ ইতুপুজোর সমাপন এবং বিসর্জন হবে ৩০ অগ্রহায়ণ, ১৬ ডিসেম্বর৷
গুপ্তপ্রেস পঞ্জিকা অনযায়ী ইতুপুজো শুরু হয়েছে ৩০ কার্তিক বা ১৬ নভেম্বর, শনিবার৷ ইতুপুজোর সমাপন এবং বিসর্জন হবে ৩০ অগ্রহায়ণ, ১৬ ডিসেম্বর৷
advertisement
6/8
একটি মাটির ঘটে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই প্রভৃতি (পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতি পাল্টে যায়) গাছ এবং বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করা এই পুজোর রীতি।
একটি মাটির ঘটে মাটি ভরে কচু, কলমি লতা, আখ, শুষনি, ধান, পাঁচ কলাই প্রভৃতি (পারিবারিক প্রথা অনুসারে গাছ এবং রীতি পাল্টে যায়) গাছ এবং বীজ বপন করে ইতু বানিয়ে তাকে পূজা করা হয়। প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করা এই পুজোর রীতি।
advertisement
7/8
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়।
অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার ব্রাহ্মণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো করাতে হয় এবং ইতুর ব্রত কথা শুনতে হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতুর বিসর্জন দিতে হয়।
advertisement
8/8
কৃষিজ সভ্যতার প্রতীক এই পার্বণ৷ মনে করা হয় নিষ্ঠা ভরে ইতু পুজো পালন করলে সংসারে অর্থ, সুখ সমৃদ্ধি, শ্রী ভরে থাকে৷ কোনওদিন ফসল বা অন্নের অভাব হয় না৷
কৃষিজ সভ্যতার প্রতীক এই পার্বণ৷ মনে করা হয় নিষ্ঠা ভরে ইতু পুজো পালন করলে সংসারে অর্থ, সুখ সমৃদ্ধি, শ্রী ভরে থাকে৷ কোনওদিন ফসল বা অন্নের অভাব হয় না৷
advertisement
advertisement
advertisement