শরীরে 'এইসব' জায়গায় চুলকানি! কীসের লক্ষণ জানেন? সতর্ক হন, নইলে..!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Itching: চুলকানিকে সামান্য র্যাশ ভেবে অবহেলা করবেন না। বড় রোগের উপসর্গ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন স্থানে চুলকানি থেকে সতর্ক থাকা জরুরি। জেনে নেওয়া যাক এগুলি কোন কোন রোগের লক্ষণ।
advertisement
advertisement
advertisement
advertisement
চোখের চারপাশে চুলকানি অ্যালার্জিক কন্টাক্ট ডার্মাটাইটিস বা কনজেক্টিভাইটিসের মতো সমস্যার লক্ষণ হতে পারে। কখনও কখনও চোখের সংক্রমণও হতে পারে। আপনার ব্যবহার করা প্রসাধনী, ধুলাবালি বা নির্দিষ্ট ধরনের খাবারের থেকে অ্যালার্জির কারণে চোখের চারপাশে চুলকানি হতে পারে। সমাধান হল অবিলম্বে আপনার চোখ ঘষা বা স্পর্শ করা বন্ধ করা।
advertisement
আঙুলের মধ্যে বা পায়ের আঙুলের মধ্যে চুলকানি স্ক্যাবিস নামক চর্মরোগের লক্ষণ হতে পারে। এটি সহজেই একজন থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। কখনও কখনও অ্যালার্জি বা অন্যান্য ত্বকের সমস্যাও এটি হতে পারে। এই ধরনের চুলকানি থেকে মুক্তি পেতে ডাক্তারের নির্দেশিত ওষুধ বা লোশন প্রয়োগ করা উচিত। হাত-পা পরিষ্কার রাখতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement