Insects Attack : আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে সব রকম পোকা-মশা!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
Insects Attack: আলো জ্বালালেই ঘরে ঢুকে যায় পোকা? শ্যামা পোকা থেকে শুরু করে সব পোকা কালী পুজোর আগে কেন ঢুকে পড়ে ঘরে? জানুন কীভাবে তাড়াবেন!
advertisement
advertisement
কিন্তু প্রথমেই জানতে হবে হঠাৎ এত পোকার আক্রমণ কেন? পতঙ্গবীদ পাপাই ভট্টাচার্য জানিয়েছেন, এই সময় প্রত্যেক বছরই নানারকম কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায়। যে সমস্ত জায়গা গাছপালার সংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় পোকা একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। একইভাবে এই সময় মশার উৎপাত বেড়ে যায়। আর সমস্ত পোকার ধর্ম আলোর প্রতি আকর্ষিত হওয়া। কিন্তু লাইট বন্ধ করে রেখে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। কারণ আলো জ্বালালেই এই পোকাগুলি আবার ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে।(Reported By: Nayan Ghosh)
advertisement
advertisement
তিনি জানিয়েছেন পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে নিম গাছের ডালের কোনও জুড়ি নেই। যে কোন লাইটের সামনে নিম গাছের ছোট ডাল ঝুলিয়ে রাখলে সেই গন্ধে পোকা আসবে না। সুগন্ধি তেলেও বোকা আসে না বলে তিনি জানিয়েছেন। ঘর মোছার সময় যদি সুগন্ধি তেল জল মধ্যে একটু মিশিয়ে দেওয়া যায়, অথবা জলের সঙ্গে একটু সুগন্ধি তেল মিশিয়ে স্প্রে করে দেওয়া যায়, তাহলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।(Reported By: Nayan Ghosh)
advertisement
আরও একটি পরীক্ষিত উপায় সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। বলেছেন, এক কাপ জলে এক চামচ বেকিং সোডা এবং একটু লেবুর রস মিশিয়ে তা লাইটের সামনে স্প্রে করতে হবে। তাহলে সেই ঝাঁঝালো গন্ধে পোকা দূরে থাকবে। নিম ডালের পাশাপাশি নিম তেলও ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপায় পোকা দূরে রাখতে এই উপায়টিও বেশ কার্যকরী। নিম তেল একটু জলের সঙ্গে মিশিয়ে ঘরে থাকা লাইটগুলির সামনে স্প্রে করে দিলে, পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।(Reported By: Nayan Ghosh)
advertisement
এছাড়াও ই-কমার্স ওয়েবসাইট এবং বাজারে নতুন ধরনের ইনসেক্ট কিলার পাওয়া যাচ্ছে। যেগুলি থেকে ইউভি-রে বের হয়। সেই আলোর প্রতি বেশি আকর্ষিত হয় পোকার দল। কিন্তু এই ইনসেক্ট কিলার বাড়ির ছোট সদস্যদের থেকে দূরে রাখতে হবে। তবে তিনি পরামর্শ দিয়েছেন খুব প্রয়োজন না হলে ঘরোয়া উপায় গুলি আগে পরীক্ষা করা দরকার। সেগুলিতে সুফল না পেলে তখনই এই ইনসেক্ট কিলার ব্যবহার করা উচিত।(Reported By: Nayan Ghosh)