Indoor Plants Benefits: পড়ার ঘরে রাখুন এই ইন্ডোর প্ল্যান্টগুলি! আপনার সন্তানের মন বসবে লেখাপড়ায়

Last Updated:
Indoor Plants Benefits: প্রত্যেক বাবা মায়ের চেষ্টার অন্ত থাকে না যাতে তাঁর সন্তানের মন পড়াশোনায় বসে।
1/6
ভারতীয় সমাজব্যবস্থায় সন্তানের লেখাপড়া তাদের বাবা মায়ের কাছেও মাথাব্যথার বড় কারণ। প্রত্যেক বাবা মায়ের চেষ্টার অন্ত থাকে না যাতে তাঁর সন্তানের মন পড়াশোনায় বসে।
ভারতীয় সমাজব্যবস্থায় সন্তানের লেখাপড়া তাদের বাবা মায়ের কাছেও মাথাব্যথার বড় কারণ। প্রত্যেক বাবা মায়ের চেষ্টার অন্ত থাকে না যাতে তাঁর সন্তানের মন পড়াশোনায় বসে।
advertisement
2/6
কিছু ইন্ডোর প্ল্যান্টস আছে যেগুলি পড়াশোনায় মন বসাতে সাহায্য করে। সেরকমই মত পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের। সেরকমই কিছু ইন্ডোর প্ল্যান্টের কথা বলা হল যেগুলি ঘরে থাকলে বাচ্চাদের মনোসংযোগ করতে সাহায্য করে। বলছেন মনোবিদ মালথ্রি শিবরামন।
কিছু ইন্ডোর প্ল্যান্টস আছে যেগুলি পড়াশোনায় মন বসাতে সাহায্য করে। সেরকমই মত পরিবেশবিদ ও উদ্ভিদবিদদের। সেরকমই কিছু ইন্ডোর প্ল্যান্টের কথা বলা হল যেগুলি ঘরে থাকলে বাচ্চাদের মনোসংযোগ করতে সাহায্য করে। বলছেন মনোবিদ মালথ্রি শিবরামন।
advertisement
3/6
ঘরোয়া বাঁশ গাছ বা ইন্ডোর ব্যাম্বুপ্ল্যান্ট পরিবেশগত দিক থেকে খুবই উপকারী। মনে করা হয় এই গাছ পড়ার ঘরে থাকলে স্টাডিরুমে থাকলে ছো়টদের মন বসে পড়ায়।
ঘরোয়া বাঁশ গাছ বা ইন্ডোর ব্যাম্বুপ্ল্যান্ট পরিবেশগত দিক থেকে খুবই উপকারী। মনে করা হয় এই গাছ পড়ার ঘরে থাকলে স্টাডিরুমে থাকলে ছো়টদের মন বসে পড়ায়।
advertisement
4/6
স্টাডিজে রাখতে পারেন জুঁইফুলের গাছও। এই গাছ স্ট্রেস দূর করে। শান্তিপূর্ণ ভাইবস ছড়িয়ে পড়ে। তাই সুপরিবেশ রক্ষা করতে এই গাছ রাখুন পড়ার ঘরে।
স্টাডিজে রাখতে পারেন জুঁইফুলের গাছও। এই গাছ স্ট্রেস দূর করে। শান্তিপূর্ণ ভাইবস ছড়িয়ে পড়ে। তাই সুপরিবেশ রক্ষা করতে এই গাছ রাখুন পড়ার ঘরে।
advertisement
5/6
পিস লিলি ইন্ডোর প্ল্যান্টও রাখতে পারেন সন্তানের স্টাডি রুমে। পরিবেশকে পজিটিভ ভাইভসে ভরিয়ে তোলে এই গাছ। এই গাছের সুমিষ্ট গন্ধও খুব পছন্দ বাচ্চাদের।
পিস লিলি ইন্ডোর প্ল্যান্টও রাখতে পারেন সন্তানের স্টাডি রুমে। পরিবেশকে পজিটিভ ভাইভসে ভরিয়ে তোলে এই গাছ। এই গাছের সুমিষ্ট গন্ধও খুব পছন্দ বাচ্চাদের।
advertisement
6/6
স্টাডিরুমের জন্য অর্কিড প্ল্যান্টও ভাল অপশন। পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই গাছ।
স্টাডিরুমের জন্য অর্কিড প্ল্যান্টও ভাল অপশন। পজিটিভ এনার্জি ছড়িয়ে দেয় এই গাছ।
advertisement
advertisement
advertisement