Indigestion Problem in Winter: ক্যালসিয়াম-পটাশিয়ামে ভরপুর এই ফল বদহজম রোখার মাস্টার, শীতে অবশ্যই খান! রইল ডাক্তারের টিপস
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indigestion Problem in Winter: একাধিক পুষ্টিগুণ, ভিটামিন-ক্য়ালসিয়াম-পটাশিয়াম বাচ্চা থেকে বৃদ্ধ সকলের নানা উপকারে কাজে লাগে। জানুন ডাক্তারের পরামর্শ।
আপনার কি হজমে সমস্যা? বাড়ির ছোট ছেলে মেয়েদের কি স্মৃতিভ্রম হচ্ছে? তবে হাতের মুঠোয় রয়েছে সমাধান। সামান্য এই ফলে রয়েছে হাজার গুণ। কেজি প্রতি বাজারে বিক্রি হয় এই ফল। দারুণ টেস্ট, সঙ্গে পুষ্টিগুণে ভরপুর এই ফল।সকালের জলখাবারে হোক কিংবা দুধ-কর্নফ্লেক্স, বা অন্যান্য খাবারের সঙ্গে ফল খাবার চল রয়েছে। জানেন কি এই ফলের উপকারিতা?
advertisement
কলা খেলেই নাকি ওজন বেড়ে যায়? এমন ধারণা সবার মধ্যেই আছে। তাই এই ফলের থেকে দূরত্ব বজায় রাখতেই পছন্দ করেন অনেকে।তবে পুষ্টিবিদেরা বলছেন, সাধারণত রোজ একটি করে কলা খেলে খুব একটা ক্ষতি হবে না বরং উপকারই হবে। কী কী উপকার হয় কলা খেলে? বাজারে বর্তমানে কেজি প্রতি বিক্রি হয় কলা। বিভিন্ন সময় কলা খাওয়ার চল রয়েছে অনেক বাড়িতেই। কলার গুণাগুণ জানলে অবাক হবেন।
advertisement
advertisement
advertisement
advertisement