Improve Your Gut Health: যাই খান তাতেই গ্যাস-অম্বল-চোঁয়া ঢেঁকুর? 'গাট হেলথ' ভাল রাখতে এই ৭ খাবার আজই ছাড়তে হবে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গাট হেলথ হল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক বা জিআই ট্র্যাকের স্বাস্থ্য। এর মধ্যে পড়ে খাদ্যনালি,পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র— সবটাই। পুষ্টি শোষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও পেট বা গাট হেলথ জড়িত। এক কথায় সুস্থ থাকার চাবিকাঠি হল ভাল গাট হেলথ!
advertisement
গাট হেলথ বলতে কী বোঝায়? গাট হেলথ হল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক বা জিআই ট্র্যাকের স্বাস্থ্য। এর মধ্যে পড়ে খাদ্যনালি,পাকস্থলি, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র— সবটাই। পুষ্টি শোষণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গেও পেট বা গাট হেলথ জড়িত। এক কথায় সুস্থ থাকার চাবিকাঠি হল ভাল গাট হেলথ! গাট হেলথ ভাল রাখতে কোন কোন খাবার আজই ছাড়তে হবে?
advertisement
অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিন-- মাংস, দুধ ও ডিমের পুষ্টিগুণ বলে শেষ করা যায় না! কিন্তু যাঁরা অতিরিক্ত প্রাণীজ প্রোটিন খান, তাঁদের গাট মাইক্রোবিওম-এর উপর ক্ষতিকর প্রভাব পড়ে। ২০২৩ -এর একটি গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা বেশি অ্যানিম্যাল প্রোটিন খান, তাঁদের শরীরে গাট ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায়, ফলে ওজন কমতে চায় না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
